ইসরায়েলে আগ্নেয় বেলুন নিক্ষেপ হামাসের : জবাবে গাজায় বিমান হামলা

ইসরায়েলে আগ্নেয় বেলুন নিক্ষেপ হামাসের : জবাবে গাজায় বিমান হামলা
ডন প্রতিবেদন : ইসরায়েলে আগ্নেয় বেলুন ছোঁড়ার পর গাজায় হামাসের অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে দেশটি। তাঁরা জানিয়েছে, ওই স্থানে হামাসের অস্ত্র তৈরির কমপ্লেক্স ও মিলিশিয়াদের ব্যবহৃত টানেল ছিলো। রবিবার (২৯ আগস্ট) ভোরে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়, শনিবার (২৮ আগস্ট) ইসরায়েল-গাজা সীমান্তে পুনরায় বিক্ষোভ শুরু করে হামাস। এর লক্ষ্য ইসরায়েলকে নিষেধাজ্ঞা হ্রাস করার জন্য চাপ দেওয়া হয়। ইসরায়েলি সামরিক বাহিনি জানিয়েছে, রাতে শত শত ফিলিস্তিনি সীমান্ত বরাবর জড়ো হয়। তারা বিস্ফোরক ছোঁড়ে এবং টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে। ইসরায়েল আরও জানায়, বিক্ষোভ দমনের চেষ্টা করা হচ্ছে। গাজার চিকিৎসকরা জানিয়েছেন, অন্তত ৬ ফিলিস্তিনি আহত হয়েছেন, একজনের অবস্থা গুরুতর। কয়েক ঘন্টা পরে আগ্নেয় বেলুন সিমান্ত অতিক্রম করলে ইসরায়েলি বিমান হামাসের একটি অস্ত্র তৈরির কমপ্লেক্স এবং মিলিশিয়াদের ব্যবহৃত টানেল লক্ষ্য করে হামলা চালায়।