আশুলিয়ায় জুতার কারখানায় আগুন। ৩ জনের মরদেহ উদ্ধার।

আশুলিয়ায় জুতার কারখানায় আগুন। ৩ জনের মরদেহ উদ্ধার।
ডন প্রতিবেদক, সাভার : সাভারের আশুলিয়ায় জুতার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় তিনজনের মরদেহ উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের সদস্যরা। ডিইপিজেড ফায়ার সার্ভিস সূত্র তিনজনের মরদেহ উদ্ধারের বিষয়টি বাঙলা কাগজ ও ডনকে নিশ্চিত করেছে। বুধবার (২৩ ফেব্রুয়ারি) বিকেল সোয়া ৫টার দিকে আশুলিয়ার টঙ্গাবাড়ি বঙ্গবন্ধু রোডের ইউনিওয়াল্ড ফুটওয়্যার নামের ওই জুতার কারখানায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। শেষ খবর পাওয়া পর্যন্ত (রাত ৮টা) ওই কারখানার ভেতর থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এরমধ্যে দুইজন পুরুষ ও একজন নারী রয়েছেন। মরদেহগুলো কারখানার শ্রমিকদের বলে ধারণা করা হচ্ছে। ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা জহিরুল ইসলাম বাঙলা কাগজ ও ডনকে বলেন, বঙ্গবন্ধু রোড এলাকার একটি জুতা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আমাদের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায় নি।