আমি দেখেছি আমার বাবাকে : কালাম আঝাদ
আমি দেখেছি আমার বাবাকে অন্যায়ের প্রতিবাদ করতে
আমি দেখেছি আমার বাবাকে মানুষের উপকার করতে
আমি দেখেছি আমার বাবাকে অত্যাচারিতের পাশে দাঁড়াতে
আমি দেখেছি আমার বাবাকে নির্ভয়ে কথা বলতে
আমি দেখেছি আমার বাবাকে নির্ভয়ে পথ চলতে
আমি দেখেছি আমার বাবাকে আমাদেরকে শাসন করতে
আমি দেখেছি আমার বাবাকে আমাদেরকে আদর করতে
আমি দেখেছি আমার বাবাকে রাজারবাগের পুলিশ ব্যারাকে
আমি দেখেছি আমার বাবাকে গুলশানে দায়িত্ব পালন করতে
আমি দেখেছি আমার বাবাকে নিজের বাড়িতে বাড়তি শ্রম দিতে
আমি দেখেছি আমার বাবাকে সবার সঙ্গে মিষ্টি হেসে কথা বলতে
আমি দেখেছি আমার বাবাকে সম্মান বজায় রেখে চলতে
আমি দেখেছি আমার বাবাকে আমার দাদীকে ভীষণ ভালোবাসতে
আমি দেখেছি আমার বাবাকে আমাদের পড়াশোনার খোঁজ নিতে
আমি দেখেছি আমার বাবাকে সপ্তাহে একবার হলেও বাড়ি আসতে
আমি দেখেছি আমার বাবাকে চায়ের দোকানে বসে গ্রামের খোঁজ নিতে
আমি দেখেছি আমার বাবাকে মানুষের বিপদে এগিয়ে যেতে
আমি দেখেছি আমার বাবাকে গ্রামের উন্নয়নে কাজ করতে
আমি দেখেছি আমার বাবাকে ন্যায়ের পক্ষ হয়ে একাই লড়াই করতে
আমি দেখেছি আমার বাবাকে অন্যায়ের কাছে মাথা নত না করতে
আমি দেখেছি আমার বাবাকে আত্মীয়দের সঙ্গে সম্মান বজায় রেখে চলতে
আমি দেখেছি আমার বাবাকে আমার ভাই-বোনদেরকেও পড়াতে
আমি দেখেছি আমার বাবাকে ক্যানসারের বিরুদ্ধে লড়তে
আমি দেখেছি আমার বাবাকে আমাদেরকে সৎ সাহস দিতে
আমি দেখেছি আমার বাবাকে আমাদের বড় হতে বলতে
আমি দেখেছি আমার বাবাকে ভাই-বোনদের দেখে রাখতে বলতে
আমি দেখেছি আমার বাবার ওই কাফন
আমি দেখেছি তাঁর বড় অসময়ে চলে যাওয়া
আমি দেখেছি দাদীর পায়ের নিচে তাঁর কবর
তাঁর রক্তেই তো এই আমাদের বয়ে যাওয়া।