‘আদিবাসী’ শব্দ ব্যবহার না করতে প্রজ্ঞাপন।

‘আদিবাসী’ শব্দ ব্যবহার না করতে প্রজ্ঞাপন।

নিজস্ব প্রতিবেদক, বাঙলা কাগজ; আরিফুল ইসলাম সিকদার, রাঙামাটি : ‘আদিবাসী’ শব্দটি ব্যবহার না করতে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। এ ব্যাপারে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের টিভি-২ শাখা থেকে ওই প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

১৫.০০.০০০০.০২৪.১৮.১৮৩.১৪.৫৯৬ স্মারকের গত ১৯ জুলাই উপ-সচিব শেখ শামছুর রহমান স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশের সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে বাংলাদেশে বসবাসরত বিভিন্ন ছোট ছোট সম্প্রদায়/গোষ্ঠীকে উপজাতি/ক্ষুদ্র জাতিসত্তা/নৃ-গোষ্ঠী বলে আখ্যায়িত করা হয়েছে।

আগামী ৯ আগস্ট আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে আয়োজিত টকশোতে অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বিশেষজ্ঞ এবং সংবাদপত্রের সম্পাদকসহ সুশীল সমাজের অন্যান্য ব্যক্তিবর্গকে বাংলাদেশের ক্ষেত্রে ‘আদিবাসী’ শব্দটি ব্যবহার না করার বিষয়ে সাংবিধানিক বাধ্যবাধকতা সম্পর্কে প্রচারের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।