‘পুঁচকে দলের’ কাছে হারলো রোনালদোর ম্যানইউ!

‘পুঁচকে দলের’ কাছে হারলো রোনালদোর ম্যানইউ!
ডন প্রতিবেদন : প্রত্যাশা অনুযায়ি শুরুতেই এগিয়ে গিয়েছিলো ম্যানচেস্টার ইউনাইটেড। সেই ধারা অব্যাহত রাখতে পারে নি তাঁরা। সুযোগ কাজে লাগিয়ে ম্যাচে ফেরে ইয়ং বয়েজ। শেষদিকের গোলে অঘটন ঘটিয়েছে ডেভিড ওয়াগনারের শিষ্যরা। উয়েফা চ্যাম্পিয়নস লিগের উদ্বোধনী ম্যাচে গতকাল (মঙ্গলবার : ১৪ সেপ্টেম্বর) রাতে ইয়ং বয়েজের মুখোমুখি হয় ম্যানইউ। স্তাদে দে সুইসে অনুষ্ঠিত ম্যাচে ওলে গুনার সুলশারের শিষ্যদের ২-১ গোলে হারিয়েছে শক্তির বিচারে অনেক পিছিয়ে থাকা দলটি। ম্যাচ হারলেও দুর্দান্ত এক রেকর্ড স্পর্শ করেছেন রোনালদো। চ্যাম্পিয়নস লিগে স্পেনের কিংবদন্তি গোলরক্ষক এবং সাবেক অধিনায়ক ইকার ক্যাসিয়াসের সমান ১৭৭ ম্যাচ খেলার কৃতিত্ব অর্জন করেছেন পর্তুগিজ তারকা। যেটা ক্লাব পর্যায়ে ইউরোপ সেরা হওয়ার মঞ্চে সর্বোচ্চ। ম্যাচের ১৩তম মিনিটে এগিয়ে যায় ম্যানইউ। ব্রুনো ফার্নান্দেসের ক্রস থেকে রোনালদোর নেওয়া শট ঠেকাতে ব্যর্থ হন ইয়ং বয়েজ গোলকিপার ডেভিড ভন বালমোস। এরমাধ্যমে দ্বিতীয় দফায় ম্যানইউর হয়ে চ্যাম্পিয়নস লিগের অভিষেকেও জালের দেখা পেলেন তিনি। গত ১১ সেপ্টেম্বর ইংলিশ প্রিমিয়ার লিগে নিউক্যাসলের বিপক্ষে গোল করেছিলেন সিআরসেভেন। গোল খেয়ে তেতে ওঠে ইয়ং বয়েজ। তবে বেশ কয়েকটি সুযোগ পেয়েও কাজে লাগাতে পারে নি তারা। অবশেষে ৬৬ মিনিটে সমতায় ফেরে দলটি। সতীর্থের কাছ থেকে বল পেয়ে জালে জড়ান মৌমি এনগামালেও। অতিরিক্ত সময়ের শেষ মিনিটে জয় সূচক গোলের দেখা পায় স্বাগতিকরা। প্রতিপক্ষের ভুলকে কাজে লাগিয়ে লক্ষ্যভেদ করেন থিওসন সিবাচু। তিন পয়েন্ট নিয়ে ‘এফ’ গ্রুপের শীর্ষে আছে ইয়ং বয়েজ। কোনও পয়েন্ট না পাওয়া ম্যানইউর অবস্থান টেবিলের তলানিতে। আগামি ৩০ সেপ্টেম্বর ভিয়ারিয়ালের বিপক্ষে মাঠে নামবে তাঁরা।