অস্থির চালের বাজার : কমলো শুল্ক : বেসরকারিভাবে চাল আমদানি শুরু

অস্থির চালের বাজার : কমলো শুল্ক : বেসরকারিভাবে চাল আমদানি শুরু
ডন প্রতিবেদন : চালের বাজারের অস্থিরতা দূর করতে শুল্ক কমিয়ে বেসরকারিভাবে চাল আমদানির অনুমতি দিয়েছে সরকার। সোমবার (১৬ আগস্ট) এমন তথ্যই জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মুজমদার। তিনি বলেন, বেসরকারিভাবে চাল আমদানির অনুমতি আজ (সোমবার : ১৬ আগস্ট) থেকেই কার্যকর। এদিকে আমদানি করে চালের বাজার সহনীয় করতে এর আগে আমদানি শুল্ক কমানো হয় বাংলাদেশের প্রধান এ খাদ্যপণ্যের। আগে চাল আমদানির ক্ষেত্রে ৬২ দশমিক ৫০ শতাংশ বিভিন্ন ধরনের শুল্ক দিতে হতো। এখন থেকে সবমিলিয়ে ২৫ শতাংশ শুল্ক দিলেই হবে। করোনাভাইরাস মহামারির মধ্যেও চালের দামের ঊর্ধ্বগতিতে বৃহস্পতিবার (১২ আগস্ট) জাতীয় রাজস্ব বোর্ড শুল্ক কমানোর পরিপত্র জারি করে। তাতে বলা হয়, চাল আমদানিতে শুল্ক ২৫ শতাংশ হতে ১০ শতাংশ এবং শর্তসাপেক্ষে সমুদয় রেগুলেটরি ডিউটি থেকে অব্যাহতি দেওয়া হলো। তবে এই সুবিধা প্রাথমিকভাবে ৩ মাস অর্থাৎ অক্টোবর পর্যন্তই বহাল থাকবে বলে জানিয়েছে এনবিআর। এ বিষয়ে জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (শুল্ক নীতি) সৈয়দ গোলাম কিবরিয়া বলেন, বিদেশ থেকে চাল আমদানির ক্ষেত্রে মোট ৬২ দশমিক ৫০ শতাংশ বিভিন্ন ধরনের শুল্ক দিতে হতো।