ডন প্রতিবেদন : ৬ ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকা ও চট্টগ্রামে ডায়ালাইসিস সেবা শুরু হয়েছে। বুধবার (২ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে এ সেবা শুরু হয়।
এর আগে ডায়ালাইসিস সেবা বন্ধ হওয়ায় স্বজনেরা কিডনি হাসপাতালের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করলে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ১০-১৫ মিনিট পর পুলিশের হস্তক্ষেপে তাঁদের সড়ক থেকে সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।
রোগীর স্বজনদের অভিযোগ, কিডনি রোগীদের চিকিৎসায় ডায়ালাইসিস প্রধান একটি উপায়। হঠাৎ করে এটি বন্ধ করে দেওয়ায় রোগীরা ঝুঁকিতে পড়েছেন। এত রোগী অন্যত্র সরিয়ে নেওয়াও কষ্টসাধ্য।
এ ছাড়া নিন্ম ও মধ্যবিত্ত রোগীদের ক্ষেত্রে ডায়ালাইসিসের ব্যয়ভার বহন করা কষ্টসাধ্য। হাসপাতালে সরকারি ব্যবস্থাপনায় ডায়ালাইসিস সেবা দ্রুত চালুর দাবি জানান তাঁরা।
ডিএমপি মোহাম্মদপুর ট্রাফিক জোনের সহকারী কমিশনার (এসি) কাজী হানিফুল ইসলাম জানান, কিডনি হাসপাতালে ডায়ালাইসিস সেবা বন্ধের প্রতিবাদে রোগীর স্বজনেরা সড়ক বন্ধ করে অবস্থান নিয়েছিলেন। কিছুক্ষণের মধ্যেই পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে এসে তাঁদের বুঝিয়ে বললে তাঁরা সড়ক ছেড়ে দেন। ১০-১৫ মিনিটের মধ্যেই সড়কে আবার যান চলাচল স্বাভাবিক হয়।
জানা গেছে, হাসপাতালটিতে ২০১৫ সাল থেকে স্বাস্থ্য অধিদপ্তর পরিচালিত পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) প্রকল্পের মাধ্যমে স্যানডর্স নামের কোম্পানি রোগীদের ডায়ালাইসিস দিয়ে যাচ্ছে। কিডনি হাসপাতালের কাছে বিল বকেয়া থাকায় ডায়ালাইসিস বন্ধ রেখেছে ভারতীয় প্রতিষ্ঠান স্যানডর্স।