৫ জানুয়ারির নির্বাচন উপলক্ষে যান চলাচল নিয়ে নির্বাচন কমিশনের নির্দেশনা।

ডন প্রতিবেদন : ৫ জানুয়ারির নির্বাচন উপলক্ষে যান চলাচল নিয়ে নির্দেশনা প্রদান করেছে নির্বাচন কমিশন (ইসি)। এ ব্যাপারে ইসির উপসচিব আতিয়ার রহমান বাঙলা কাগজ এবং ডনকে বলেন, মোটরসাইকেলসহ ৪ জানুয়ারি মধ্যরাত ১২টা থেকে ৫ জানুয়ারি মধ্যরাত পর্যন্ত সব যন্ত্রচালিত যানও বন্ধ থাকবে। এজন্য জেলা প্রশাসনের মাধ্যমে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য নির্দেশনা দিয়েছে কমিশন। নির্বাচন কমিশন বলছে, পঞ্চম ধাপে ৭০৭টি ইউনিয়ন পরিষদে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। এক্ষেত্রে ৩ জানুয়ারি মধ্যরাত ১২টা থেকে ৬ জানুয়ারি ভোর ৬টা পর্যন্ত পর্যন্ত মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। তবে রিটার্নিং অফিসারের অনুমতি সাপেক্ষে প্রতিদ্বন্দ্বি প্রার্থী বা তাঁদের নির্বাচনি এজেন্ট, দেশি-বিদেশি পর্যবেক্ষকদের (পরিচয়পত্র থাকতে হবে) ক্ষেত্রে নিষেধাজ্ঞা শিথিলযোগ্য থাকবে। এ ছাড়া নির্বাচনের সংবাদ সংগ্রহের কাজে নিয়োজিত দেশি-বিদেশি সাংবাদিক (পরিচয়পত্র থাকতে হবে), নির্বাচনের কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, নির্বাচনের বৈধ পরিদর্শক এবং কতিপয় জরুরি কাজ যেমন- অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, গ্যাস, ডাক এবং টেলিযোগাযোগ ইত্যাদি কার্যক্রমে ব্যবহারের জন্য যানবাহন চলাচলের ক্ষেত্রে নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না। অন্যদিকে জাতীয় মহাসড়ক, বন্দর ও জরুরি পণ্য সরবরাহসহ অন্যান্য জরুরি প্রয়োজনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এরূপ নিষেধাজ্ঞা শিথিলের বিষয়ে প্রয়োজনীয় কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে পারবেন। প্রসঙ্গত, দেশে ৪ হাজার ৫৭১টি ইউনিয়ন পরিষদ রয়েছে। এরমধ্যে প্রায় ৪ হাজার ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। বাকিগুলোতে মামলা জটিলতার কারণে নির্বাচন আটকে রয়েছে। দেশ স্বাধীন হওয়ার পর থেকে এ পর্যন্ত ৯ বার ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এরমধ্যে ১৯৭৩ সালে প্রথম এবং ২০১৬ সালে সর্বশেষ নবম ইউপি নির্বাচন অনুষ্ঠিত হয়। এ ছাড়া ১৯৭৭, ১৯৮৩, ১৯৮৮, ১৯৯২, ১৯৯৭, ২০০৩ এবং ২০১১ সালে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। চলতি ২০২১ সালের জুন-জুলাই থেকে অনুষ্ঠিত হচ্ছে দশম ইউনিয়ন পরিষদ নির্বাচন। সর্বশেষ ২০১৬ সালের ১১ ফেব্রুয়ারি প্রথমবারের মতো দলীয় প্রতীকে নবম ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। সে বার ২২ মার্চ থেকে ৪ জুন পর্যন্ত ছয় ধাপে ৪ হাজার ২৭৫টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হয়।