করোনাভাইরাস : ৯ সপ্তাহ পর শনাক্তের হার কমে ১৫ শতাংশ

ডন প্রতিবেদন : দেশে করোনাভাইরাসের নমুনা পরিক্ষার তুলনায় দৈনিক শনাক্ত রোগির হার ৯ সপ্তাহ পর ১৫ শতাংশের ঘরে নেমে এলো। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, রবিবার (২২ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত এর আগের ২৪ ঘণ্টায় সাড়ে ৩১ হাজারেরও বেশি নমুনা পরিক্ষা করে দেশে ৪ হাজার ৮০৪ জনের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে, মৃত্যু হয়েছে ১৩৯ জনের। তাতে দৈনিক শনাক্ত রোগির হার দাঁড়াচ্ছে ১৫ দশমিক ১৬ শতাংশ, যা ১৭ জুনের পর সর্বনিম্ন। সেদিন ২৪ হাজার ৮৭১ জনের নমুনা পরিক্ষা করে ৩ হাজার ৮৪০ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়েছিলো, শনাক্তের হার ছিলো ১৫ দশমিক ৪৩ শতাংশ। জুলাই মাসের বেশিরভাগ সময় এই হার ৩০ শতাংশের আশেপাশে ছিলো। সবমিলিয়ে দেশে এ পর্যন্ত মোট ১৪ লাখ ৬১ হাজার ৯৯৮ জন কোভিড রোগি শনাক্ত হলেন; তাঁদেরমধ্যে ২৫ হাজার ২৮২ জনের প্রাণ কেড়ে নিয়েছে করোনাভাইরাস। স্বাস্থ্য অধিদপ্তর শনিবার (২১ আগস্ট) তার আগের ২৪ ঘণ্টায় প্রায় ২৪ হাজার নমুনা পরিক্ষা করে দেশে ৩ হাজার ৯৯১ জন নতুন রোগি শনাক্তের কথা জানিয়েছিলো। আর মৃত্যু হয়েছিলো ১২০ জনের। শনাক্ত রোগির এই সংখ্যা ছিলো ২২ জুলাইয়ের পর সবচেয়ে কম। আর ৩০ জুনের পর সবচেয়ে কম মৃত্যুর খবর এসেছিলো শনিবার। সরকারি হিসাবে, গত একদিনে দেশে সেরে উঠেছেন আরও ৮ হাজার ৪৫৩ জন। তাঁদের নিয়ে এই পর্যন্ত সুস্থ হয়ে উঠলেন ১৩ লাখ ৬৩ হাজার ৮৭৪ জন।