ডন প্রতিবেদক, ইমদাদুল হক, পাইকগাছা (খুলনা) : পাইকগাছায় হাঁস চুরি চেষ্টার অভিযোগে গণপিটুনিতে আহত হয়ে হাসপাতালে ভর্তি ইকবাল শেখ (১৭) নামের এক যুবককে নিতে আসছে না কেউ।
বাইনবাড়ীয়া ক্যাম্প পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার শেষ রাতে (২৪ ফেব্রুয়ারি রাত এবং ২৫ ফেব্রুয়ারির প্রথম প্রহর) গড়ইখালী ইউনিয়ন পরিষদের আমিরপুর গ্রামের বাসিন্দা প্রধান শিক্ষক পংকজ সানার বাড়ীতে হাঁস-মুরগীর ‘খুপি’ (থাকার জায়গা) থেকে হাঁস চুরির চেষ্টাকালে ইকবাল মারপিটের শিকার হন।
ঘটনার পর পুলিশ তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করিয়েছে।
‘আর পুলিশ এখন বেকায়দায়।’
‘কারণ এখনো পর্যন্ত কেউ ইকবালের খোঁজ-খবর নেন নি।’
‘থানা পুলিশের সদস্যরা তাঁর চিকিৎসার ব্যবস্থা করেছেন। এখন কেউ বাদি হয়ে মামলা করতে রাজি হচ্ছেন না।’
‘কারা মারপিটে জড়িত তা অনুসন্ধান চলছে।’
‘তাঁর বাড়ী বাগেরহাটের কচুয়ায়।’
‘তিনি রবি মৌসুমে দিন মজুরি করেন।’
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান বাঙলা কাগজ ও ডনকে বলেন, ইকবালের চিকিৎসার সব ব্যবস্থা করা হয়েছে। তাঁর শারীরিক অবস্থা এখন ভালো।