সিলেট ও সুনামগঞ্জের বন্যার পানি পরীক্ষার কেন্দ্রেও : স্থগিত এসএসসি।

সিলেট ও সুনামগঞ্জের বন্যার পানি পরীক্ষার কেন্দ্রেও : স্থগিত এসএসসি।

নিজস্ব প্রতিবেদন, বাঙলা কাগজ : সিলেট ও সুনামগঞ্জসহ কয়েকটি এলাকায় বন্যার কারণে পানি পরীক্ষার কেন্দ্রেও ঢুকে পড়ায় সারাদেশে এসএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে।

রোববার (১৯ জুন) থেকে চলতি বছরের মাধ্যমিক, দাখিল ও এসএসসি ভোকেশনাল পরীক্ষা শুরু হওয়ার কথা ছিলো। 

শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের শুক্রবার বাঙলা কাগজ ও ডনকে বলেন, দেশের সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় শিক্ষামন্ত্রীর দপ্তর থেকে পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত জানানো হয়েছে।

তিনি বলেন, সকল শিক্ষা বোর্ডের এসএসসি জেনারেল, এসএসসি ভোকেশনাল এবং দাখিল পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরীক্ষার পরিবর্তিত সময়সূচি পরে জানানো হবে।

এবার ৯টি সাধারণ শিক্ষা বোর্ডসহ ১১ শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থী ২০ লাখ ২১ হাজার ৮৬৮ জন। 

২৯ হাজার ৫৯১টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ৩ হাজার ৭৯০টি কেন্দ্রে ওই পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিলো।