ডন প্রতিবেদন : সাবেক তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসানের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, ‘যদি কেউ সংক্ষুব্ধ হয়, তার তো অধিকার রয়েছে মামলা করার। এটা তো ব্যাপার নয়। আমার কাছে জিজ্ঞাসা করছেন কেনো? আপনি যদি সংক্ষুব্ধ হন, আপনি মামলা করবেন।’
সাবেক তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে রাষ্ট্র মামলা করতে পারতো কি-না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। আজ শনিবার (১১ ডিসেম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আবদুস সালাম হলে ‘নিরাপদ সড়ক চাই’ আয়োজিত অনুষ্ঠান শেষে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কেনো, রাষ্ট্র মামলা করবে কেনো? রাষ্ট্র তো সংক্ষুব্ধ নয়।