ডন প্রতিবেদক, কুলেন্দু শেখর দাস, সুনামগঞ্জ : পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, ইউক্রেনেরসঙ্গে সরাসরি বাণিজ্য আমার জানা মতে, বেশি ভয়ঙ্কর নয় যে, আমাদের ধস নেমে যাবে।
‘বরং কোনও কোনও ক্ষেত্রে আমাদের যে বাজার আছে, পশ্চিমায় সেখানে তো আমাদের দেশের কাপড়, মাছ, মাংস যাবেই। সেগুলো তো আটকানোর কথা না।’
‘আর আমাদের আরেক বন্ধু রাষ্ট্র রাশিয়ারসঙ্গে বাংলাদেশের এই মুহূর্তে সবচেয়ে বড় কাজ হলো রুপপুর পারমাণবিক প্রকল্প। তাঁরা আমাদের ঋণ দিয়েছে, আমরা ঋণ গ্রহণ করেছি। কাজও চলছে। আশা করি, এই প্রকল্পে রাশিয়ারসঙ্গে বাংলাদেশের কোনও সমস্যা হবে না।’
শনিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে সুনামগঞ্জে উচ্চ রক্তচাপ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ সংক্রান্ত জনসচেতনতামূলক আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।
এম এ মান্নান বলেন, নির্দেশ দিয়ে বাজার চালানো যায় না, কেউ পারে না। দ্রব্যমূল্যের দাম যেভাবে বাড়ছে, আসলে সেটা স্বস্তির বিষয় না।
মন্ত্রী বলেন, বিএনপিকে নির্বাচনে আনা আমাদের দায়িত্ব না।
‘বিএনপি তাঁর নিজস্ব রাজনীতি করে। তাদেরও কিছু কর্মসূচি আছে। তাঁরা নির্বাচনে আসবে কি-না, সেটা তাদের ব্যাপার। সুতরাং তাঁদের আগবাড়িয়ে উপদেশ দেওয়া আমি গ্রহণযোগ্য মনে করি না।’
‘আওয়ামী লীগ কি করবে, বন্ধু হিসেবে অনেকে অনেক মন্তব্য করতে পারে।’
এ সময় অন্যান্যেরমধ্যে উপস্থিত ছিলেন সুনামগঞ্জের জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আবু সাঈদ, সুনামগঞ্জ সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ পরিমল কান্তি দে এবং বীর মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান।