ডন প্রতিবেদক, চট্টগ্রাম : বিভিন্ন ব্যাংকের প্রায় ৪ হাজার কোটি টাকা শোধ না করায় চট্টগ্রামভিত্তিক প্রতিষ্ঠান নুরজাহান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) জহির আহমদ রতনের পাসপোর্ট জব্দ ও তাঁর দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন চট্টগ্রামের একটি আদালত।
ন্যাশনাল ব্যাংকসহ কয়েকটি ব্যাংকের ঋণ পরিশোধ না করার দায়ে বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) চট্টগ্রামের অর্থঋণ আদালতের বিচারক মুজাহিদুর রহমান এ আদেশ দেন।
দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশের কপি এবং আগের গ্রেপ্তারি পরোয়ানার কপি অতিরিক্ত আইজিপি (বিশেষ শাখা), অফিসার ইনচার্জ (বিশেষ শাখা), শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর এবং এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
বিভিন্ন ব্যাংকের ঋণখেলাপের দায়ে নানান সময় আলোচনায় আসা জহির আহমদ রতন ১১৮ কোটি ৫০ লাখ ৫১ হাজার ৮৮৩ টাকা ন্যাশনাল ব্যাংক থেকে ঋণ নেন। সবমিলিয়ে তিনি বিভিন্ন ব্যাংক থেকে প্রায় ৪ হাজার কোটি টাকা ঋণ নিয়ে আর শোধ করছেন না।
অভিযোগ রয়েছে, ঋণের বিপুল টাকা তিনি কানাডায় পাচার করেছেন। তাঁর স্ত্রী এবং সন্তানও থাকেন কানাডায়।
নুরজাহান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালকের বিরুদ্ধে বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের দায়ের করা মামলা রয়েছে অন্তত ১৫টি।
এর আগে গত ৮ নভেম্বর তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন অপর একটি আদালত।