রামপুরায় আজও শিক্ষার্থীদের অবস্থান।

রামপুরায় আজও শিক্ষার্থীদের অবস্থান।
ডন প্রতিবেদন : নিরাপদ সড়কসহ কয়েকটি দাবিতে আজ শুক্রবারও (৩ ডিসেম্বর) রাজধানীর রামপুরায় অবস্থান নিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। বেলা ১১টার দিকে রাজধানী কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা রামপুরা ব্রিজের পাশে অবস্থান নেন। তবে তাঁরা আজ সড়কে প্রতিবন্ধকতা তৈরি করেন নি। কর্মসূচিতে খিলগাঁও মডেল বিশ্ববিদ্যালয় কলেজ, পশ্চিম খিলগাঁও উচ্চবিদ্যালয়, ফয়েজুর রহমান আইডিয়াল ইনস্টিটিউটসহ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন। আজ সাপ্তাহিক ছুটির দিন হলেও কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের ইউনিফর্ম পরে আসেন। নিরাপদ সড়কসহ ৯ দফা দাবিতে বিভিন্ন স্লোগান দেন। শিক্ষার্থীদের আন্দোলনেরসঙ্গে একাত্মতা প্রকাশ করতে রাজধানীর জুরাইন থেকে রামপুরায় আসা অভিভাবক মিজানুর রহমান বলেন, তাঁর তিন মেয়ে। দুজন অনার্স ও একজন স্কুলে পড়ে। সাম্প্রতিক সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী নিহতের ঘটনায় তিনি উদ্বিগ্ন। তাই শিক্ষার্থীদের আন্দোলনেরসঙ্গে তিনি একাত্মতা প্রকাশ করছেন। বাসে অর্ধেক ভাড়ার দাবিতে গত ৮ নভেম্বর থেকে শিক্ষার্থীদের আন্দোলন শুরু হয়। পরে নটরডেম কলেজের শিক্ষার্থী মারা যাবার পর এটি ৯ দফা আন্দোলনে রূপ নেয়। এরপর রামপুরায় আরও একজন শিক্ষার্থী নিহত হওয়ার পর থেকে নিরাপদ সড়কসহ ৯ দফা দাবিতে এই এলাকায় আন্দোলন করে আসছেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের টানা আন্দোলনের প্রেক্ষিতে গত মঙ্গলবার (৩০ নভেম্বর) রাজধানীতে বাসে অর্ধেক ভাড়ার দাবি মেনে নেওয়ার ঘোষণা দেয় পরিবহন মালিক সমিতি।