ওসি’র চেষ্টায় পাইকগাছা থানা চত্বরে ফুল ও ফলের বাগান

ওসি’র চেষ্টায় পাইকগাছা থানা চত্বরে ফুল ও ফলের বাগান
ডন প্রতিবেদক, ইমদাদুল হক, পাইকগাছা (খুলনা) : পাইকগাছা থানা চত্বরজুড়ে নানা জাতের ফল ও ফুলের বাগান করে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এজাজ শফী প্রকৃতি প্রেমের মনোমুগ্ধকর পরিবেশ সৃষ্টি করেছেন। ইতোমধ্যে থানা চত্বরে দেশি ও বিদেশি ফল-ফুল শোভা পাচ্ছে। ফলে বাগান দর্শনে মানুষের আগ্রহ বেড়েছে। থানা চত্বরজুড়ে ১৩৭ রকমের ফুল ও ফলেরমধ্যে রয়েছে মাধবী লতা, বেলি, শিউলী, বিভিন্ন রঙের জবা, কদম, কাগুজি লেবু, গ্লাভিওলাস, নয়নতারা, কামিনী, শেফালী, শিমুল, পলাশ, বকুল ও কৃষ্ণচুড়া এবং মালদহের দারভাঙ্গা আম, রাজশাহীর গোপালভোগ, রানী পছন্দ, হিমসাগর, তেঁতুল, আমলকি, জামরুল, ছবেদা, পেয়ারা, থাই মালটা, কমলা, জলপাই এবং কামরাঙ্গা। পুলিশের প্রতিনিয়ত চোর-ডাকাত, মাদক-জুয়া তথা অপরাধ প্রবণতা দমনে আইন নিয়ে কাজ করতে হয়। সার্বিকভাবে আইন-শৃঙ্খলা পরিস্থিতির জন্য তাঁদের অনেক শ্রম দিতে হয়। পাইকগাছা থানার ওসি এজাজ শফীও এর ব্যতিক্রম নয়। তবে তিনি সবকিছুরসঙ্গেও এ উদ্যান গড়ে তুলেছেন। জানা গেলো, বাগান করার এ কর্মযজ্ঞে তাঁর সহকর্মিরা তাঁকে সহযোগিতা করেছেন। এদিকে এজাজ শফী করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পরও বাগানের খোঁজ-খবর নিয়েছেন নিয়মিত। এখন তিনি দাপ্তরিক কাজের ফাঁকে তাঁর গড়া ফল ও ফুলের বাগানে পরিচর্যায় নিয়মিত সময় দেন। এ ব্যাপারে পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এজাজ শফী বলেন, চাকুরির সুবাদে দেশের বিভিন্ন থানায় নিষ্ঠারসঙ্গে দায়িত্ব-কর্তব্য পালন করে সাধ্যমতো মানুষের সেবা দিয়ে পুলিশ বাহিনির মুখ উজ্জ্বল করার চেষ্টা করেছি। ‘পাশাপাশি আমি চেয়েছি, বাড়তি কিছু করতে; যাতে থানা বদল হলেও মানুষ আমাকে মনে রাখে।’