রূপপুরের সরঞ্জাম নিয়ে ফিরে যাচ্ছে রুশ জাহাজ!

রূপপুরের সরঞ্জাম নিয়ে ফিরে যাচ্ছে রুশ জাহাজ!

নিজস্ব প্রতিবেদন, বাঙলার কাগজ : বাংলাদেশের বন্দরে ভিড়তে না দেওয়া রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য পণ্য আনা রুশ জাহাজটি ফেরত যাওয়ার গুঞ্জন উঠেছে।

অবশ্য এর আগে সিদ্ধান্ত নেওয়া হয়, মার্কিন নিষেধাজ্ঞার তালিকায় থাকা রাশিয়ার যে জাহাজে করে বিদ্যুৎকেন্দ্রের পণ্য আনা হয়েছিলো, সেটির পণ্য খালাস করা হবে ভারতের হলদিয়া বন্দরে। পরে সেসব পণ্য সড়কপথে বাংলাদেশে আসবে।

মূলত নিষেধাজ্ঞার আওতায় থাকায় যুক্তরাষ্ট্রের আপত্তির কারণে বাংলাদেশ সরকার ‘নাম ও রং বদলে ফেলা’ রুশ জাহাজটিকে মোংলা বন্দরে ভিড়তে দেয় নি। রুশ জাহাজ চলাচলের ক্ষেত্রে ভারত যেহেতু মার্কিন নিষেধাজ্ঞা মানছে না, তাই ভারতের হলদিয়া বন্দর ব্যবহার করে বাংলাদেশ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের মালামাল ঘুরপথে দেশে আনার কথা বলা হয়েছিলো।  

গ্লোবাল শিপ ট্র্যাকিং ওয়েবসাইট মেরিন ট্র্যাফিকের তথ্য অনুযায়ী, রাশিয়ার পতাকাবাহী জাহাজটি গত ৪ জানুয়ারি সকালেও বঙ্গোপসাগরের লোয়ার অকল্যান্ড চ্যানেলে অবস্থান করছিলো। এর আগে কয়েক দিন ধরে জাহাজটিকে বঙ্গোপসাগরের গভীরে ভাসতে দেখা গেছে।