ডন প্রতিবেদন : আসছে ১২ ডিসেম্বর ৫জি যুগে প্রবেশ করবে বাংলাদেশ। তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার পহেলা ডিসেম্বর বেলা ১১টায় রাজধানীর নিউ এলিফ্যান্ট রোডে অবস্থিত প্রযুক্তি পণ্যের মার্কেট কম্পিউটার সিটি সেন্টারে (মাল্টিপ্ল্যান) মাসব্যাপী ‘বিজয় উৎসব-২০২১’ এর উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন।
মোস্তাফা জব্বার বলেন, ‘ডিজিটাল বাংলাদেশে এখন কম্পিউটার পণ্য বা সেবা পৌঁছে দিচ্ছে আমাদের কম্পিউটার ব্যবসায়ীরা। আমি ধন্যবাদ জানাই কম্পিউটার সিটি সেন্টারকে।’
তিনি বলেন, ‘আমরা ১২ ডিসেম্বর ৫জি যুগে প্রবেশ করব। স্যামসাং, নোকিয়াসহ অনেকেই বাংলাদেশে কাজ শুরু করেছে। আমরা এখন বাংলাদেশ থেকে কম্পিউটারসহ অনেক প্রযুক্তি পণ্য রপ্তানি করছি। উন্নত দেশ হতে আমাদের ৪১ সাল লাগবে না।’
মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদ্যাপন উপলক্ষে আয়োজিত এই উৎসব চলবে ৩১ ডিসেম্বর ২০২১ পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত এই আয়োজন সবার জন্য উন্মুক্ত থাকবে।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধকালীন ঢাকা জেলা কমান্ডার বাংলাদেশ লিবারেশন ফোর্স (বিএলএফ) ও সাবেক সংসদ সদস্য মোস্তফা মহসীন মন্টু। তিনি সাইবার নিরাপত্তার বিষয়টি জোরালোভাবে তুলে ধরেন এবং জনকল্যাণে তথ্যপ্রযুক্তির ব্যবহার নিশ্চিত করার তাগিদ দেন। বলেন, ‘তথ্যপ্রযুক্তি জাতির জন্য তখনই সুফল বয়ে আনবে, যখন মানব কল্যাণে এর ব্যবহার হবে।’
উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এ আয়োজনের আহ্বায়ক ও কম্পিউটার সিটি সেন্টারের সভাপতি তৌফিক এহেসান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) ভাইস চেয়ারম্যান সুব্রত রায় মৈত্র, গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেডের চেয়ারম্যান আব্দুল ফাত্তাহ, স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের পরিচালক জাফর আহমেদ, এক্সেল টেকনোলজিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক গৌতম সাহা, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কাজী মোর্শেদ হোসেন (কামাল)।