মালদ্বীপে এক ম্যাচে সাবিনার ১১ গোল

মালদ্বীপে এক ম্যাচে সাবিনার ১১ গোল

নিজস্ব প্রতিবেদন, বাঙলার কাগজ ও ডন : মাঠে নামলেই গোলের ফোয়ারা ছোটান সাবিনা খাতুন। বাংলাদেশের এই গোলমেশিন মালদ্বীপের নারী ফুটবল লিগে খেলতে গিয়ে এর আগেও মাঠ মাতিয়েছেন। এবারও যথারীতি সাবিনার পায়ের জাদুতে মুগ্ধ হচ্ছেন মালদ্বীপের দর্শক।

গতকাল শুক্রবার (১৪ অক্টোবর) সাবিনার ধিবেহি সিফাইং ক্লাব ২৬-০ গোলে উড়িয়ে দিয়েছে এমওয়াইএস ক্লাবকে। ম্যাচে সর্বোচ্চ ১১ গোল করেছেন বাংলাদেশের স্ট্রাইকার সাবিনা। বাংলাদেশের আরেক খেলোয়াড় মাতসুসিমা সুমাইয়া করেছেন ৬ গোল।

ম্যাচটি হওয়ার কথা ছিলো বৃহস্পতিবার। কিন্তু বৃষ্টিতে মাঠ খেলার অনুপযুক্ত হওয়ায় ম্যাচ এক দিন পিছিয়ে দেওয়া হয়। সাবিনার দলের এটি দ্বিতীয় জয়। এর আগে ১২ অক্টোবর প্রথম ম্যাচে টিম ফেনেকার বিপক্ষে সাবিনারা জিতেছিলেন ৪-০ গোলে। ওই ম্যাচে সাবিনা করেন একটি গোল। দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে আছে ধিবেহি সিফাইং ক্লাব।

১৭ অক্টোবর পরের ম্যাচে সাবিনার দলের প্রতিপক্ষ এমপিএল।

নেপালে সর্বশেষ মেয়েদের সাফে চ্যাম্পিয়ন বাংলাদেশ দলকে সাবিনা একাই টেনে নিয়ে যান ফাইনালে। টুর্নামেন্টে সর্বোচ্চ ৮ গোল করে জেতেন গোল্ডেন বুট। এ ছাড়া সেরা খেলোয়াড়ের পুরস্কারও জেতেন সাবিনা।

এবার মালদ্বীপের ক্লাব ধিবেহি সিফাইংকেও চ্যাম্পিয়ন করার স্বপ্ন দেখছেন বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক। আজ মালদ্বীপ থেকে মুঠোফোনে বাঙলার কাগজ ও ডনকে বলেন, ‘এখানে এর আগেও খেলেছি। মালদ্বীপের এই দলের মেয়েদের সঙ্গে আমার বোঝাপড়াটা দুর্দান্ত। তাই মাঠে নামলেই গোল পাচ্ছি। আত্মবিশ্বাস অনেক বেড়েছে। আশা করি, এবার দলকে চ্যাম্পিয়ন করতে পারবো।’