ইংল্যান্ডকে বাঙলাওয়াশের পর এবার সামনে আয়ারল্যান্ড : ব্যাটিংয়ে বাংলাদেশ

ইংল্যান্ডকে বাঙলাওয়াশের পর এবার সামনে আয়ারল্যান্ড : ব্যাটিংয়ে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদন, বাঙলার কাগজ ও ডন : বিশ্বজয়ী ইংল্যান্ডকে ধরাশায়ী করে বাঙলাওয়াশ করার পর এবার সামনে এসেছে আয়ারল্যান্ড। ফরম্যাট একই টি-২০। যদিও ওয়ানডের এক ম্যাচে ‘বৃষ্টির বাগড়া’ না থাকলে সেখানেই বাঙলাওয়াশ হতো আয়ারল্যান্ড। এবার তাঁরা মুখোমুখী বাংলাদেশের সামনে। টি-২০ তে।

আজ সোমবার (২৭ মার্চ) বাংলাদেশ সময় বেলা ২টায় বাংলাদেশ-আয়ার‌ল্যান্ড সিরিজের প্রথম টি-২০ ম্যাচ শুরু হয়েছে।

টসে জিতেছেন আয়ারল্যান্ড অধিনায়ক পল স্টার্লিং। বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছেন তিনি। বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান বলেছেন, তিনিও ফিল্ডিং-ই নিতেন।

বাংলাদেশ একাদশ :
সাকিব আল হাসান (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, রনি তালুকদার, লিটন দাস, তাওহিদ হৃদয়, শামীম হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান ও হাসান মাহমুদ।

আয়ারল্যান্ড একাদশ :
মার্ক এডেয়ার, রস এডেয়ার, কার্টিস ক্যাম্ফার, গ্যারেথ ডিলানি, জর্জ ডকরেল, গ্রাহাম হিউম, পল স্টার্লিং (অধিনায়ক), হ্যারি টেক্টর, লরকান টাকার, বেন হোয়াইট ও ক্রেইগ ইয়াং।