মিরপুরে শহিদ বুদ্ধিজীবী কবরস্থানে চিরঘুমে শায়িত আবদুল গাফ্‌ফার চৌধুরী।

মিরপুরে শহিদ বুদ্ধিজীবী কবরস্থানে চিরঘুমে শায়িত আবদুল গাফ্‌ফার চৌধুরী।

মিরপুরে শহিদ বুদ্ধিজীবী কবরস্থানে চিরঘুমে শায়িত আবদুল গাফ্‌ফার চৌধুরী।

নিজস্ব প্রতিবেদন, বাঙলা কাগজ : দেশবরেণ্য সাংবাদিক, সাহিত্যিক, কলাম লেখক ও গীতিকার আবদুল গাফ্‌ফার চৌধুরীর দাফন সম্পন্ন হয়েছে। শনিবার (২৮ মে) বিকেল সাড়ে ৫টায় রাজধানীর মিরপুর শহিদ বুদ্ধিজীবী কবরস্থানে স্ত্রী সেলিমা আফরোজ চৌধুরীর কবরের পাশে তাঁর মরদেহের দাফন সম্পন্ন হয়।

শনিবার দুপুর ১টায় সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য আবদুল গাফ্‌ফার চৌধুরীর মরদেহ কেন্দ্রীয় শহিদ মিনারে নিয়ে আসা হয়। 

সেখানে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও জাতীয় সংসদের স্পিকারের পক্ষে এবং বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন এবং সাধারণ মানুষ কীর্তিমান এ মানুষটিকে শেষ শ্রদ্ধা জানান। এ সময় মহান মুক্তিযুদ্ধের এ যোদ্ধাকে ‘গার্ড অব অনার’ প্রদান করা হয়। পরে আবদুল গাফ্‌ফার চৌধুরীকে শ্রদ্ধা নিবেদন শেষে তাঁর মরদেহ নেওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে। সেখানে জানাজার পর বিকেল চারটায় জাতীয় প্রেসক্লাবে নেওয়া হয় বরেণ্য এই সাংবাদিকের শববাহী কফিন। পরে সাড়ে পাঁচটায় মিরপুর শহিদ বুদ্ধিজীবী কবরস্থানে তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয়।

উল্লেখ্য, গত ১৯ মে লন্ডনের একটি হাসপাতালে ৮৮ বছর বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করেন আবদুল গাফ্‌ফার চৌধুরী। ২০ মে শুক্রবার পূর্ব লন্ডনের ব্রিকলেন মসজিদে তাঁর প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এরপর পূর্ব লন্ডনের ঐতিহাসিক শহিদ আলতাব আলী পার্কের শহিদ মিনারে বাংলাদেশি-ব্রিটিশ কমিউনিটির সদস্যরা তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। ২৩ মে গাফ্‌ফার চৌধুরীর স্মরণে পূর্ব লন্ডনে এক মিলাদ মাহফিল ও শোকসভা আয়োজন করে বাংলাদেশ হাইকমিশন।