সোনাইমুড়ী প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা-সভাপতির শোকসভা ও দোয়া-মোনাজাত

সোনাইমুড়ী প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা-সভাপতির শোকসভা ও দোয়া-মোনাজাত

নিজস্ব প্রতিবেদক, বাঙলার কাগজ; ম ব হোসাইন নাঈম, নোয়াখালী : নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা-সভাপতি দৈনিক দিনকাল ও দৈনিক জবাবদিহি পত্রিকার উপজেলা প্রতিনিধি সাংবাদিক নেতা খোরশেদ আলম সিকদারের শোকসভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলা বীরশ্রেষ্ঠ রুহুল আমিন মিলনায়তনে উপজেলায় কর্মরত সাংবাদিকদের আয়োজনে এই শোক সভা ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়। 

উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ও লেখক সাংবাদিক ফারুক আল ফয়সালের সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক মানবজমিনের উপজেলা প্রতিনিধি আমিনুল ইসলাম মানিক। মাসুদ করিম ও ইয়াছিন শরীফ অনিকের সঞ্চালনায় শোক সভায় বক্তব্য আরও বক্তব্য দেন বাংলাদেশ সাংবাদিক সমিতির কেন্দ্রীয় মহাসচিব ও দৈনিক যুগান্তরের জেলা প্রতিনিধি মনিরুজ্জামান চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসমাইল হোসেন, সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ, সাপ্তাহিক চলতি ধারা সম্পাদক এম বি আলম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাহফুজুর রহমান ভিপি বাহার, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার গোলাম মাওলা, উপজেলা নির্বাচন কর্মকর্তা আহসান হাবীব, উপজেলা প্রকৌশল কর্মকর্তা এমদাদুল হক, জ্যেষ্ঠ সাংবাদিক এম জি বাবর, সাংবাদিক মাসুদ আলম মেম্বার, বেগমগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গিয়াস উদ্দিন মিঠু, চৌমুহনী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও আরটিভির জেলা প্রতিনিধি মনির হোসেন বাবু, নাটেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন খোকন, অম্বরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তার হোসেন দুলু, সোনাইমুড়ী প্রেসক্লাবের জ্যেষ্ঠ সহ-সভাপতি বেলাল হোসেন ভুঁইয়া, সাবেক সাধারণ সম্পাদক শাহ জাহান আলম ভূঁইয়া, উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি সৈয়দ মো. শহীদুল ইসলাম প্রমুখ। 

শোকসভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এশিয়ান টিভি ও দৈনিক আলোকিত বাংলাদেশের জেলা প্রতিনিধি তাজুল ইসলাম মানিক, ৭১ টিভির জেলা প্রতিনিধি মিজানুর রহমান মিজান, বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রে ফ্যাট র‌্যাঙ্কে যুগ্মভাবে ১ নম্বর নিউজ এজেন্সি বাঙলার কাগজ ও আওয়ার ডন এবং দৈনিক গড়ব বাংলাদেশের ব্যুরো চিফ ও দৈনিক যায়যায় কাল পত্রিকার জেলা প্রতিনিধি ম ব হোসাইন নাঈম, সোনাইমুড়ী পৌরসভার ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জাকির হোসেন লাতু, ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জসিম উদ্দিন, ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর তাজুল ইসলাম, ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. খোকন, দারুল আরকাম দাখিল মাদরাসার সভাপতি সাইফুদ্দিন আহাম্মদ ভুঁইয়াসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক, সাংবাদিক এবং উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা।

গত ২০ সেপ্টেম্বর বিকেলে পেশাগত কাজে সোনাইমুড়ী উপজেলার চাষিহাটে যাওয়ার সময় নোয়াখালী-ঢাকা আঞ্চলিক মহাসড়কের উপজেলার রামপুর ভূঁইয়া বাড়ীর সামনে দ্রুতগতির ঢাকাগামী লাল সবুজ বাসের ধাক্কায় নিহত হন সোনাইমুড়ী উপজেলা প্রেসক্লাবের সভাপতি এবং দৈনিক দিনকাল ও দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিনিধি খোরশেদ আলম সিকদার।