ভারতের ৭৫ আর বাংলাদেশের ৫০ উপলক্ষে ভারতের সাইকেল শোভাযাত্রা

ডন প্রতিবেদন : ভারতের ৭৫ এবং বাংলাদেশের ৫০ বছর পূর্তি ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে সাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হচ্ছে। ‘সদ্ভাবনা সাইকেল শোভাযাত্রা’ নামে ওই সাইকেল র‌্যালির আয়োজন করছে ভারতের স্নেহালয় এনজিও। ‘৭৫ দিন, ৩ হাজার কিলোমিটার, ৭ রাজ্য, ২ দেশ, ১শ তরুণ-তরুণী, ৫শ পরিবর্তন সৃষ্টিকারী আর প্রতিষ্ঠানেরসঙ্গে সভা’ এমন স্লোগান ধারণ করে ওই সাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হচ্ছে। সাইকেল শোভাযাত্রারঅংশ হিসেবে বৃহস্পতিবার (১৮ নভেম্বর) ওই তরুণেরা এসেছিলেন ধানমণ্ডি-৩২ নম্বরে। বঙ্গবন্ধুর বাড়িতে আসার পর তাঁদেরসঙ্গে কথা হলে, তাঁরা জানালেন, গত ২ অক্টোবর থেকে ওই সাইকেল র‌্যালি শুরু হয়েছে এবং এটি শেষ হবে বাংলাদেশের বিজয় দিবসের দিন- ১৬ ডিসেম্বর। ভারত থেকে শুরু হওয়া বাংলাদেশের এই সাইকেল শোভাযাত্রা গতকাল (বুধবার : ১৭ নভেম্বর) ছিলো জাতির পিতার গ্রামের বাড়ি গোপালগঞ্জে। এই শোভাযাত্রা শেষ হবে নোয়াখালী গিয়ে। আর শুরু হয়েছিলো ভারতের আহমেদনগর থেকে।