পাবজি-ফ্রি ফায়ার গেম বন্ধের নির্দেশ হাইকোর্টের : টিকটক, বিগো লাইভ ও লাইকি কেনো বন্ধ নয়?

পাবজি-ফ্রি ফায়ার গেম বন্ধের নির্দেশ হাইকোর্টের : টিকটক, বিগো লাইভ ও লাইকি কেনো বন্ধ নয়?
ডন প্রতিবেদন : অনলাইন প্লাটফর্ম থেকে পাবজি ও ফ্রি ফায়ারসহ সব ধরনের ক্ষতিকর গেম বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে টিকটক, বিগো লাইভ ও লাইকির মতো সব ধরনের অ্যাপস বন্ধের কেনো নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। সোমবার (১৬ আগস্ট) বিচারপতি মজিবুর রহমান মিয়া ও বিচারপতি কামরুল হোসেন মোল্লার হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। গত ২৪ জুন হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় মানবাধিকার সংগঠন ‘ল অ্যান্ড লাইফ’ ফাউন্ডেশনের পক্ষে গেম এবং অ্যাপগুলোর ক্ষতিকারক দিক তুলে জনস্বার্থে ওই রিটটি করেন সুপ্রিমকোর্টের দুই আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ন কবির পল্লব ও মোহাম্মদ কাউছার। পহেলা জুলাই এ বিষয়ে শুনানি নিয়ে আদেশের জন্য কঠোর লকডাউনের পর পরের শুনানি ও আদেশের জন্য আজকের দিন (১৬ আগস্ট) ঠিক করেছিলেন হাইকোর্ট। ওই সময়েরমধ্যে সরকারের সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো লিগ্যাল নোটিশের কপি বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) কর্তৃপক্ষকে সরবরাহ করতে বলা হয়। সম্প্রতি নেপালে পাবজি নিষিদ্ধ করেন দেশটির আদালত। একই কারণে ভারতেও এ গেম খেলার ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়। অপরদিকে বাংলাদেশে পাবজি গেম বন্ধ করা হলেও পরে সেটি আবার চালু হয়।