পাকিস্তানের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী আনোয়ারুল

পাকিস্তানের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী আনোয়ারুল

নিজস্ব প্রতিবেদন, বাঙলার কাগজ : পাকিস্তানের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন আনোয়ারুল হক কাকার। শনিবার (১২ আগস্ট) পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, আনোয়ারুল হক কাকার বেলুচিস্তান প্রদেশের রাজনীতিবিদ। তিনি বেলুচিস্তান আওয়ামী পার্টির (বিএপি) একজন আইনপ্রণেতা।

পাকিস্তানের একটি প্রভাবশালী পত্রিকা তাদের অনলাইন প্রতিবেদনে জানিয়েছে, আনোয়ারুল হক কাকার বেলুচিস্তান থেকে ২০১৮ সালে স্বতন্ত্র সিনেটর হিসেবে নির্বাচিত হন। ২০২৪ সালের মার্চে তার এ মেয়াদ শেষ হবে। 

উচ্চকক্ষে নির্বাচিত হওয়ার আগে তিনি প্রাদেশিক সরকারের মুখপাত্র হিসেবেও দায়িত্ব পালন করেছেন। পাকিস্তানের একজন সিনিয়র অ্যাংকর হামিদ মির জিও নিউজকে বলেছেন, কাকার যদিও রাজনীতিতে যুক্ত তবে তিনি বুদ্ধিজীবী হিসেবে পরিচিত।

পাকিস্তানের প্রধান রাজনৈতিক দল পিএমএল-এন এবং পিপিপির সঙ্গেও ভালো সম্পর্ক এই সিনেটরের। ২০০৮ সালে কাকার কোয়েটা থেকে জাতীয় পরিষদের নির্বাচনে কিউ-লিগের হয়ে নির্বাচন করেছিলেন।