আন্দোলনে ক্ষতির অজুহাতে মেট্রোরেল-এক্সপ্রেসওয়ে বন্ধ : জি এম কাদের

আন্দোলনে ক্ষতির অজুহাতে মেট্রোরেল-এক্সপ্রেসওয়ে বন্ধ : জি এম কাদের

নিজস্ব প্রতিবেদন, বাঙলার কাগজ : আন্দোলনে ক্ষতিগ্রস্ত হয়েছে অজুহাতে মেট্রোরেল ও এক্সপ্রেসওয়ে বন্ধ রেখে সরকার মানুষকে কষ্ট দিচ্ছে বলে অভিযোগ করেছেন বিরোধী দলের নেতা জি এম কাদের। তিনি মঙ্গলবার (৩০ জুলাই) বিবৃতিতে বলেছেন, ইন্টারনেট পরিষেবা পূর্ণাঙ্গভাবে চালু করতে হবে। ক্ষতিগ্রস্ত স্টেশন বন্ধ রেখে মেট্রোরেল এবং ম্যানুয়াল পদ্ধতিতে টোল আদায় করে হলেও জনগণের জন্য এলিভেটেড এক্সপ্রেসওয়ে চালু করতে হবে।

জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, ইন্টারনেট পূর্ণাঙ্গভাবে স্বাভাবিক না হওয়ায় বর্তমান ভয়াবহ পরিস্থিতিতেও স্বজনের খোঁজ নিতে পারছেন না প্রবাসীরা। এতে ক্ষুব্ধ হয়ে ব্যাংকিং চ্যানেলে প্রবাসী আয় না পাঠানোর হুমকি দিচ্ছেন।

কোটা সংস্কার আন্দোলন ঘিরে হতাহতদের স্মরণে রাষ্ট্রীয় শোক পালনেরও সমালোচনা করেন জি এম কাদের। তিনি বলেন, দেখামাত্র গুলির নির্দেশ দিয়ে, শত শত মানুষের জীবন নিয়ে রাষ্ট্র আবার শোক করছে! মানুষ প্রতিটি হত্যার নিরপেক্ষ তদন্ত ও বিচার চায়।