নড়াইলে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পাচ্ছে আরও ১৮০ পরিবার।
নিজস্ব সংবাদদাতা, বাঙলা কাগজ, নড়াইল ও বাসস : নড়াইল জেলায় প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার উপহার হিসেবে তৃতীয় পর্যায়ে ঘর পাচ্ছে আরও ১৮০ ভূমিহীন ও গৃহহীন পরিবার। এ নিয়ে নড়াইলে ৮০৭টি পরিবার প্রধানমন্ত্রীর উপহারের ঘর পাচ্ছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিববর্ষ’ উপলক্ষে ২১ জুলাই (বৃহস্পতিবার) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এসব জমি ও ঘর হস্তান্তর করবেন।
আজ বুধবার (২০ জুলাই) বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে তৃতীয় পর্যায়ের (২য় ধাপে) জমি ও ঘর প্রদান কার্যক্রম উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান নড়াইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফকরুল হাসান।
অতিরিক্ত জেলা প্রশাসক জানান, নড়াইল সদর উপজেলায় ৩টি ঘর, লোহাগড়া উপজেলায় ৭টি এবং কালিয়া উপজেলায় ১৭০টি ঘর হস্তান্তর করা হবে।
আশ্রয়ণ প্রকল্প-২ এর তৃতীয় ধাপে ঘরগুলোকে আরও টেকসই ও জলবায়ু সহনশীল করা হয়েছে। ভূমিহীন ও গৃহহীনদের জন্য নির্মিত দুই শতাংশ জমির উপর ২ লাখ ৫৯ হাজার টাকা ব্যয়ে উন্নতমানের দুই রুম বিশিষ্ট আধাপাকা টিনশেডের ঘরে রয়েছে একটি রান্নাঘর, একটি টয়লেট, কমন স্পেস ও বারান্দা। জীবনযাত্রার মান উন্নয়ন ও মৌলিক শিক্ষা নিশ্চিত করা এই উদ্যোগের মূল লক্ষ্য বলেই এডিসি উল্লেখ করেন।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শ্বাশতী শীল, নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামুল কবীর টুকু, সহ-সভাপতি নাইমুর রহমান ফিরোজ, সাবেক সহ-সভাপতি সুলতান মাহমুদ প্রমুখ উপস্থিত ছিলেন।