থাইল্যান্ডে সাবেক পুলিশ সদস্যের গুলিতে ২৩ শিশুসহ নিহত ৩৪
নিজস্ব প্রতিবেদন, বাঙলার কাগজ ও ডন : থাইল্যান্ডের উত্তর-পূর্ব প্রদেশে একটি ডে-কেয়ার সেন্টারে এক বন্দুকধারীর নির্বিচারে গুলিতে অন্তত ৩৪ জন নিহত হয়েছে বলে জানা গিয়েছে। নিহতদের মধ্যে ২৩ জন শিশু।
এক সাবেক পুলিশ কর্মকর্তা এ ঘটনা ঘটিয়েছেন বলে ধারণা করছে স্থানীয় পুলিশ। অভিযুক্তকে ধরতে তল্লাশি চালায় থাই পুলিশ। তবে অভিযুক্তকে গ্রেপ্তারের আগেই তিনি আত্মহত্যা করেন।
ঘটনার বিষয়ে থাই পুলিশের ডেপুটি মুখপাত্র আর্চন ক্রাইটং রয়টার্সকে বলেছেন, ‘কমপক্ষে ৩৪ জন নিহত হয়েছেন এই ঘটনায়। বিস্তারিত সব তথ্য এখনও জানা যায় নি।’
ঘটনায় শিশুদের পাশাপাশি প্রাপ্তবয়স্ক বেশ কয়েকজন প্রাণ হারিয়েছে বলে পুলিশ জানিয়েছে। থাই প্রধানমন্ত্রী দেশটির সব নিরাপত্তা সংস্থাকে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন।
এর আগে ২০২০ সালে থাইল্যান্ডে একটি জমির বিবাদ ঘিরে এলোপাথাড়ি গুলিতে ২৯ জনের মৃত্যু হয়েছিলো। সেবার ঘটনাটি ঘটিয়েছিলেন একজন সেনাকর্মী। আর এবারের ঘটনা ঘটালেন সাবেক এক পুলিশ কর্মকর্তা। তবে ঠিক কী কারণে আজকের এই ঘটনা ঘটালো সেই পুলিশ কর্মকর্তা, তা এখনও জানা যায় নি। ঘটনার তদন্ত চলছে।