ত্রাণ প্রতিমন্ত্রী : বন্যাকবলিত ৭০ উপজেলা, ২ জন নিহত।

ত্রাণ প্রতিমন্ত্রী : বন্যাকবলিত ৭০ উপজেলা, ২ জন নিহত।

নিজস্ব প্রতিবেদন, বাঙলা কাগজ : দেশের ১২টি জেলার ৭০টি উপজেলা বন্যায় প্লাবিত হয়েছে। এতে ২ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান। আজ রোববার (১৯ জুন) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এক ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।

এ সময় মন্ত্রী বলেন, ১২২ বছরের ইতিহাসে সিলেট ও সুনামগঞ্জে এই ধরনের পরিস্থিতির সৃষ্টি হয় নি। এতে সিলেটের ৬০ শতাংশ ও সুনামগঞ্জের ৯০ শতাংশ প্লাবিত হয়েছে। ৪০ লাখ মানুষ পানিবন্দি আছেন। প্রধানমন্ত্রীর নির্দেশনায় সেনা, নৌ, ফায়ার সার্ভিস ও কোস্টগার্ডের ৫২টি নৌযান উদ্ধারে কাজ করছে।

এনামুর রহমান আরও জানান, এই পর্যন্ত উদ্ধার করা হয়েছে ১ লাখ মানুষ। যার মধ্যে সুনামগঞ্জের ৭৫ হাজার এবং সিলেটের ৩০ হাজার।

‘এ ছাড়া সিলেটে বেড়াতে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের ২১ জনসহ শতাধিক শিক্ষার্থীকে উদ্ধার করেছে সেনাবাহিনী।’

মন্ত্রী বলেন, এখনো পর্যন্ত বন্যার ঘটনায় সিলেট ও সুনামগঞ্জে আড়াই কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। প্রয়োজনে আরও বরাদ্দ দেওয়া হবে। তবে, যে বরাদ্দ দেওয়া হয়েছে, বন্যা প্রবল হওয়ার কারণে, তা (ত্রাণ) পৌঁছাতে বেগ পোহাতে হচ্ছে।

দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী আরও জানান, সিলেটের বন্যা পরিস্থির সামান্য অগ্রগতি হলেও সুনামগঞ্জের অবস্থা অপরিবর্তিত। 

‘এ ছাড়া হবিগঞ্জ ও মৌলভীবাজার পানি বাড়ছে। ২ দিন পর এই অঞ্চলে পানি কমবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।’