ডন প্রতিবেদন : চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনে কেবল পাকিস্তানিদের দাপট দেখা গিয়েছিলো। প্রথম সেশনে বোলার এবং দ্বিতীয় ও তৃতীয় সেশনে ব্যাটারদের। বাংলাদেশকে পুরোপুরিই ব্যাকফুটে মনে হয়েছিলো। তবে খেলাটা যে টেস্ট, ক্ষণে ক্ষণে যার রঙ বদলায়। তাইতো তৃতীয় দিনের প্রথম সেশনেই ম্যাচে ফিরে এসেছে স্বাগতিকরা।
দুই স্পিনার তাইজুল ইসলাম ও মেহেদি হাসান মিরাজের ঘূর্ণিতে নাজেহাল পাকিস্তানি ব্যাটাররা। এরইমধ্যে সফরকারীদের চারটি উইকেট তুলে নিয়েছেন তাঁরা। এরমধ্যে তাইজুলের শিকার ৩টি ও মিরাজের একটি উইকেট।
বিনা উইকেটে ১৪৫ রান নিয়ে তৃতীয় দিন শুরু করে পাকিস্তান। শুরুতেই দলীয় খাতায় ১ রান যোগ করতেই পাক শিবিরে জোড়া আঘাত হানেন স্পিনার তাইজুল ইসলাম। ১৪৬ রানের সময় তাইজুলের একটি দুর্দান্ত ডেলিভারিতে এলবিডব্লিউর ফাঁদে পড়েন আবদুল্লাহ শফিক। আউট হওয়ার আগে তিনি ৫২ রান করেছেন। অর্থাৎ আজ (২৮ নভেম্বর) রানের খাতা খুলতেই পারেন নি এই ব্যাটার। এরপরের বলেই ওয়ানডাউনে নামা আজহার আলিকেও একইভাবে ফিরিয়ে দেন তাইজুল। ফলে শূন্য রানেই প্যাভিলিয়নে ফিরে গেছেন আজহার।
সফরকারীদের স্কোরবোর্ডে আরও ২৩ রান যোগ হতেই আক্রমণে আসেন মিরাজ। তাঁর শিকার ১০ রান করে ক্রিজে থাকা বাবর আজম। দারুণ এক ডেলিভারিতে পাক অধিনায়ককে সরাসরি বোল্ড করে দেন এই স্পিনার। ১৮২ রানের সময় আবারও তাইজুলের আঘাত। এবার তাঁর বলে কটবিহাইন্ডের শিকার ফাওয়াদ আলম।
সর্বশেষ তথ্যে (দুপুর সাড়ে ১২টা), ৪ উইকেট হারিয়ে ২০৩ রান নিয়ে লাঞ্চ বিরতিতে গেছে পাকিস্তান। এরমধ্যে ১২৭ রান নিয়ে অপরাজিত আছেন আবিদ আলি ও ৫ রান নিয়ে মোহাম্মদ রিজওয়ান। এটি আবিদ আলির চতুর্থ টেস্ট সেঞ্চুরি।