ডিবি পরিচয়ে ব্যাংকপাড়া থেকে তুলে নিয়ে ডাকাতি করতেন তারা!

ডিবি পরিচয়ে ব্যাংকপাড়া থেকে তুলে নিয়ে ডাকাতি করতেন তারা!
ডন প্রতিবেদন : গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয় প্রদান করে রাজধানির মতিঝিল ব্যাংকপাড়া এলাকা থেকে বিভিন্ন ব্যক্তিকে টার্গেট করে তুলে নিয়ে গিয়ে ডাকাতি করা একটি সংঘবদ্ধ চক্রকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। গ্রেপ্তাররা হলেন- আব্দুল্লাহ আল মামুন, ইমদাদুল শরীফ, মো. খোকন, মো. মাসুদুর রহমান তুহিন, মামুন শিকদার, কমল হোসেন, ওয়াহিদুল ইসলাম, ফারুক বেপারী ও মতিউর রহমান। মঙ্গলবার (২৬ অক্টোবর) রাজধানির কয়েকটি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (উত্তর) যুগ্ম কমিশনার হারুন অর রশিদ জানিয়েছেন। গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে একটি ওয়াকিটকি, একটি খেলনা পিস্তল, এক জোড়া হাতকড়া, একটি ট্র্যাভেল ব্যাগ, ‘ডিবি’ লেখা দুটি জ্যাকেট, চারটি গামছা, দুটি গাড়ি এবং পাঁচ হাজার ইয়াবা উদ্ধার করা হয়েছে। বুধবার (২৭ অক্টোবর) গোয়েন্দা পুলিশের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে যুগ্ম কমিশনার হারুন অর রশিদ বলেন, ‘তারা মতিঝিল এলাকায় বিভিন্ন ব্যাংক থেকে টাকা উত্তোলন ও জমা করা ব্যক্তিদের টার্গেট করতো। র‌্যাব ও ডিবি পুলিশ পরিচয়ে তাদের জোরপূর্বক মাইক্রোবাসে তুলে নিতো।’ ‘এরপর তুলে নেওয়া ব্যক্তিদের সাভার, আশুলিয়া, বেড়িবাঁধ, নারায়ণগঞ্জের রূপগঞ্জের বিভিন্ন এলাকায় নিয়ে মারধর করে নগদ টাকা ও ডেবিট বা ক্রেডিট কার্ড নিয়ে টাকা তুলে ছেড়ে দেওয়া হতো।’ পুলিশ, র‌্যাব বা ডিবি পরিচয়ে কেউ কাউকে ওইভাবে আটক বা জোর করে গাড়িতে তোলার চেষ্টা করলে আশপাশের মানুষকে জড়ো করা এবং স্থানীয় থানা পুলিশের সহযোগিতা নেওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন যুগ্ম কমিশনার হারুন। ডাকাতি ও মাদক রাখার অভিযোগে গ্রেপ্তারদের বিরুদ্ধে মতিঝিল থানায় দুটি মামলা করা হয়েছে বলেই জানিয়েছেন হারুন অর রশিদ। অন্যদেরমধ্যে গোয়েন্দা পুলিশের উপ কমিশনার (উত্তর) মশিউর রহমান এবং মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপকমিশনার হাফিজ আল আসাদ সংবাদ সম্মলনে উপস্থিত ছিলেন।