টিসিবির ট্রাকে পণ্য বিক্রি ‘স্থায়ীভাবে’ বন্ধ। কারণ জানালেন বাণিজ্যমন্ত্রী।

টিসিবির ট্রাকে পণ্য বিক্রি ‘স্থায়ীভাবে’ বন্ধ। কারণ জানালেন বাণিজ্যমন্ত্রী।
নিজস্ব প্রতিবেদন, বাঙলা কাগজ : ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ট্রাকে করে সয়াবিন তেলসহ নিত্য পণ্য বিক্রির পরিকল্পনা কেনো ‘স্থায়ীভাবে’ বাদ দেওয়া হলো, সেই কারণ জানালেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। সোমবার (১৬ মে) ঢাকায় এক অনুষ্ঠানে তিনি বলেছেন, ট্রাকে করে ন্যায্যমূল্যের পণ্য বিক্রিতে সুফল পায় কেবল শহরের মানুষ। গ্রামের মানুষকেও সেই সুফল দিতে জুনের শুরু থেকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে এক কোটি মানুষের কাছে কম দামে পণ্য বিক্রি করা হবে। তিনি বলেন, ১৬ তারিখ থেকে যেটা দিতে চেয়েছিলাম, সেটা কিন্তু এক কোটি মানুষকে নয়, ট্রাকে করে ঢাকা-চট্টগ্রাম এমন শহরগুলোতে। প্রধানমন্ত্রী আমাদেরকে বলেছেন, শহরের এই মানুষগুলোকে দেওয়া হচ্ছে, গ্রামের মানুষকে তো দেওয়া হচ্ছে না। একটু সময় নিয়ে ঢাকাতে আমরা দেবো এবং গ্রামেও দেবো।’ বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যমূল্য সহনীয় রাখার লক্ষ্যে টিসিবি ডিলারদের মাধ্যমে ট্রাকের সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি করতো। পরে তা স্থগিত করে ফ্যামিলি কার্ডের মাধ্যমে বিতরণ শুরু হয়। ঈদের সরকারি এই সংস্থা জানিয়েছিলো, ১৬ মে থেকে আবার সারাদেশে সব মহানগরী, জেলা ও উপজেলায় ৩ শটি খোলা ট্রাকের মাধ্যমে পণ্য বিক্রি শুরু হবে। টিসিবির ট্রাক সেলে ১১০ টাকায় প্রতি লিটার সয়াবিন তেল বিক্রির কথা ছিলো, যেখানে বাজারে দাম ২ শ টাকার কাছাকাছি। এ ছাড়া টিসিবির ট্রাকে প্রতি কেজি চিনি ৫৫ টাকা, মশুর ডাল ৬৫ টাকা এবং ছোলা ৫০ টাকা দরে বিক্রি হচ্ছিলো। কিন্তু বুধবার সরকারের এক আদেশে বলা হয়, ফ্যামিলি কার্ডের মাধ্যমে বিতরণ বাস্তবায়নের জন্য চলতি মাসের ১৬ থেকে ৩০ মে পর্যন্ত স্বল্প পরিসরে সাধারণ ট্রাকসেল কার্যক্রম বাদ দেওয়া হয়েছে। আগামী জুন মাসে ফ্যামিলি কার্ডের মাধ্যমে এক কোটি নিম্ন আয়ের পরিবারকে টিসিবি ভর্তুকিমূল্যে ভোজ্য তেল, মশুর ডাল, চিনি দেবে।