চাহিদায় ঘাটতি দাম কমাচ্ছে মসলার।

চাহিদায় ঘাটতি দাম কমাচ্ছে মসলার।

নিজস্ব সংবাদদাতা, বাঙলা কাগজ; চট্টগ্রাম : কিছুদিন ঊর্ধ্বমুখী থাকার পর কোরবানি ঈদের আগে পাইকারি বাজারে কমতে শুরু করেছে মসলার দাম; ব্যবসায়ীদের দাবি, চাহিদা কমে যাওয়ায় ‘লোকসানেই’ পণ্য ছেড়ে দিচ্ছেন তাঁরা।

মজুদ বাড়তে থাকায় ব্যাংক ঋণের বাড়তি সুদ এড়াতে আমদানিনির্ভর এই পণ্য কম দামেই বিক্রি করতে বাধ্য হচ্ছেন- অনেক আমদানিকারকদের দাবি এমনটাই। আর বিভিন্ন স্থানে বন্যা ও ঊর্ধ্বমুখী বাজার পরিস্থিতির কারণেই মসলা বিক্রির মৌসুম হিসেবে পরিচিত কোরবানি ঈদে চাহিদা কমেছে বলে মনে করছেন তাঁরা।

দেশের অন্যতম পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে গত কয়েকদিনে প্রকারভেদে বিভিন্ন মসলার দাম কমেছে ২০ থেকে ২ শ টাকা পর্যন্ত।

এর প্রভাব দেখা গেছে খুচরা বাজারেও; এলাচ ছাড়া অন্যসব মসলার দাম কমতির দিকে বলে জানান রেয়াজউদ্দিন বাজারের দোকানিরা।

পাইকারি ব্যবসায়ীরা বলছেন, বাজারে পর্যাপ্ত মালামাল থাকলেও চাহিদা কম। অন্যবার এ সময়ে খুচরা বিক্রেতাদের কাছ থেকে যতোটুকু মসলার অর্ডার পেতেন, এখন তা পাচ্ছেন না। আর ঈদের পর এমনিতেই চাহিদা কমে যায়। সবমিলিয়ে আগামী কয়েক মাসেও মসলার বাজারমূল্য কম থাকবে বলেই জানিয়েছেন তাঁরা।