ছাত্রলীগ জঙ্গি সংগঠন নয়, বর্তমান সরকার বাঁচার জন্য নিষিদ্ধ করেছে
কালাম আঝাদ'র কলাম : বাংলাদেশের সবচেয়ে পুরাতন এবং ঐতিহ্যবাহী রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং দলটির ভাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগ। কিন্তু বর্তমান সরকার ছাত্রলীগকেই নিষিদ্ধ ঘোষণা করেছে। অথচ ছাত্রলীগ কোনও জঙ্গি সংগঠন নয়। ছাত্ররা বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করে হাসিনা সরকারের পতন ঘটিয়েছে, তাই বলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দলকে নিষিদ্ধ ঘোষণা করার জন্য নয়। বর্তমান সরকার প্রথমে ইউনেস্কোর তালিকাভুক্ত দিবস ৭ মার্চ নিষিদ্ধ ঘোষণা করেছিলো। এরপর ছাত্রলীগকেও নিষিদ্ধ করলো। এখন তাঁরা আওয়ামী লীগকেও নিষিদ্ধ করবে, এটা বলাই যায়। মোটকথা বর্তমান সরকার জানে, আওয়ামী লীগ জনগণের ভোটে যদি নির্বাচিত হয়ে আসে, তাহলে বর্তমান সরকারের অপকর্মের বিচার করবে। তাতে অপকর্ম করা উচিত নয় বা অতিরঞ্জিত কোনোকিছুই করা উচিত নয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এ কারণে হয় নি যে, আমরা গণতন্ত্রকে হত্যা করবো। বরং মুক্তিযুদ্ধ বিরোধী দল জামায়াতকে এখনও নিষিদ্ধ করতে পারে নি বাংলাদেশ, সেখানে ৭ মার্চের ছুটি বাতিল এবং ছাত্রলীগকে নিষিদ্ধ করা হলো; যা কোনোভাবেই কাম্য হতে পারে না। যাতে আগামী নির্বাচনে ক্ষমতায় যেতে না পারে, সেজন্য আওয়ামী লীগকেও এখন নিষিদ্ধ করা হতে পারে, যা গণতন্ত্রের জন্য চরম হুমকি, এ বিষয়টি বহির্বিশ্বের ভেবে দেখা উচিত।