ডন প্রতিবেদন : খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার বিষয়ে সরকারের অবস্থান কূটনীতিকদের জানিয়েছে সরকার।
পররাষ্ট্রমন্ত্রীসহ মন্ত্রণালয়ের কর্মকর্তারা সোমবার (২৯ নভেম্বর) ঢাকায় অবস্থানরত প্রায় সবদেশের কূটনীতিকদের এক ব্রিফিংয়ে এ বিষয়টি তুলে ধরেন।
রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ওই বৈঠকের পর পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন সাংবাদিকদের বলেন, ‘আমরা সাম্প্রতিক ইস্যু সাবেক প্রধানমন্ত্রী খালেদার বিষয়ে আলাপ করেছি, তাঁর বর্তমান স্বাস্থ্যগত অবস্থা সম্পর্কে। আপনারা জানেন, সরকার এরসঙ্গে সম্পৃক্ত নয়।’
দুর্নীতির মামলায় দণ্ড নিয়ে বন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সরকারের নির্বাহী আদেশে দেড় বছর ধরে মুক্ত রয়েছেন। এরমধ্যে অসুস্থ হয়ে গত ১৩ নভেম্বর থেকে তিনি ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন। তাঁর লিভার সিরোসিস ধরা পড়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। তবে তথ্যমন্ত্রী বলেছেন, চিকিৎসকেরা বিএনপির শেখানো কথা বলেছে।
খালেদাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ পাঠাতে তাঁর পরিবার আবেদন এবং বিএনপি দাবি জানিয়ে এলেও আইনিভাবে তা এখন সম্ভবপর নয় বলে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে।
পররাষ্ট্রমন্ত্রী মোমেনও বলেন, ‘তিনি দেশের যেখানে ইচ্ছা চিকিৎসা করাতে পারেন। কিন্তু তাঁকে যদি বিদেশে যেতে হয়, তাহলে আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। কারণ আমরা বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই, তাঁকেও সেটা মেনে চলতে হবে।’
পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘তিনি যদি বিদেশ থেকে কোনও চিকিৎসক আনতে চান, সেটা আনতে পারেন। উনার সব মেডিক্যাল রিপোর্ট বিদেশে পাঠানো যেতে পারে।’