কুড়িগ্রামে মহারাণী স্বর্ণময়ী গ্রন্থের মোড়ক উন্মোচন

কুড়িগ্রামে মহারাণী স্বর্ণময়ী গ্রন্থের মোড়ক উন্মোচন

নিজস্ব প্রতিবেদক, বাঙলার কাগজ; সহিদুল আলম বাবুল, কুড়িগ্রাম : কুড়িগ্রামের উলিপুরে বিশিষ্ট লেখক আবু হেনা মোস্তফা’র গবেষণাগ্রন্থ ‘মহারাণী স্বর্ণময়ী’র মোড়ক উন্মোচন করা হয়েছে। মহারাণী স্বর্ণময়ীর ১২৬তম মৃত্যুবার্ষিকীর দিন শুক্রবার (২৫ আগস্ট) গ্রন্থটির মোড়ক উন্মোচন করা হয়।

উলিপুর বণিক সমিতির হলরুমে গ্রন্থটির আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন করেন কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ এম এ মতিন। এ সময় অন্যান্যের মধ্যে উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শোভন রাংসা, উলিপুর বণিক সমিতির সভাপতি সৌমেন্দ্র প্রসাদ পান্ডে গবা, উলিপুর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আলহাজ গোলাম মোস্তফা, উলিপুর মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ দেবব্রত রায়, উলিপুর মহারাণী স্বর্ণময়ী (এম এস) স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাহাঙ্গীর আলম সরদার, এম এ মতিন কারিগরি ও কৃষি কলেজের অধ্যক্ষ খোরশেদ আলমসহ উলিপুরের সুধীজনেরা উপস্থিত ছিলেন।

গবেষণা গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উলিপুর পৌরসভার মেয়র আলহাজ মামুন সরকার মিঠুর সভাপতিত্বে ‘স্থানীয় ইতিহাস অনুসন্ধানে আমাদের দায়িত্ব’ শীর্ষক আলোচনায় আরও বক্তব্য দেন উলিপুর এম এস স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক স ম আল মামুন সবুজ, সালমান হাসান ডেভিড (মারজান), পার্থ সারথি সরকার, মিনহাজ আহমেদ মুকুল প্রমুখ।

এ সময় গবেষণা গ্রন্থ মহারাণী স্বর্ণময়ী’র জীবনীর উপর সংক্ষিপ্ত আলোকপাত করেন লেখক ও গবেষক প্রভাষক আবু হেনা মোস্তফা।

দুরূহ ও কষ্টসাধ্য ‘মহারাণী স্বর্ণময়ী’ গ্রন্থটি লিখে ভবিষ্যৎ প্রজন্মের জন্য উপহার দেওয়ায় স্থানীয় সুধীজন লেখককে উষ্ণ অভিনন্দন জানান।