রায়হান পারভেজ’র কবিতা : মুজিবনগরে নতুন সূর্যোদয়।

রায়হান পারভেজ’র কবিতা : মুজিবনগরে নতুন সূর্যোদয়।
মুজিবনগরে হলো স্বাধীনতার নতুন সূর্যোদয় যার ফলে এলো বাংলার চূড়ান্ত বিজয় জেলার নামটি মেহেরপুর আর বৈদ্যনাথতলা গ্রাম মুক্তিযুদ্ধের ইতিহাসে দিলো নতুন দাম গঠিত হয় ১০ই এপ্রিল মুজিবনগর সরকার ১৭ই এপ্রিল নেওয়া হয় এক দৃপ্ত অঙ্গীকার বঙ্গবন্ধু নির্বাচিত হন প্রথম রাষ্ট্রপতি স্বাধীনতার পথে যেনো এলো নতুন গতি সৈয়দ নজরুল দায়িত্ব নিলো অস্থায়ী রাষ্ট্রপতির দেশমাতৃকার মুক্তির পানে উম্মুখ সকল বীর প্রধানমন্ত্রীর দায়িত্ব পেলো প্রিয় তাজউদ্দীন থাকবে না আর বেশি সময় বাঙালির দুর্দিন কামরুজ্জামান স্বরাষ্ট্র আর অর্থ মনসুর আলী স্বপ্নটা যেন মেললো ডানা আকাশে সোনালী প্রধান সেনাপতির পদটি নিলো কর্নেল ওসমানী উপদেষ্টা পরিষদে রইলো ক’জন জ্ঞানী আর গুণী কলকাতায় নেওয়া হলো অস্থায়ী ঘাটি যে করেই হোক মুক্ত হবে বাংলার মাটি শ্রীমতি ইন্দিরা গান্ধী দিলেন সকল সহায়তা যুগ যুগ তা থাকবে মনে সঙ্গে কৃতজ্ঞতা মুজিবনগর করলো জারি স্বাধীনতার ঘোষণা সারা বিশ্বে ছড়িয়ে পড়লো মুজিব বন্দনা মুজিবনগর সরকারের যে অমর অবদান বাঙালি জাতি রাখবে মনে চির অম্লান।