কালাম আঝাদ’র কবিতা ‘লীলা’

কালাম আঝাদ’র কবিতা ‘লীলা’

সব ভুল শুরু থেকেই
আদম-গন্ধম।

শুদ্ধও আদিতেই।

ভ্রষ্ট-নষ্ট, স্পষ্ট ‘শুধু’
সবখানেই, কোথাও না।

ভুলের শুরুতেই নারী
মাঝখানে বা শেষ অব্দি
সবখানেই তাঁরা
সভ্যতা এসেছে নারী থেকেই।

বিপরীতে আকর্ষণ
সৃষ্টির ধর্ম
নিষিদ্ধেও আকর্ষণ
‘মানবধর্ম’।

ধর্ম ঠিক করেই জন্ম? নয়।
জন্মের পরই ধর্ম।

নচেৎ গন্ধম কাহিনী
থাকত না-
দুনিয়ায় স্থানান্তরের ঘটনা।

বিপরীত সর্বত্র, সবখানে
শুধু নেই এক সত্তায়।