মানুষ হতেই হবে : কালাম আঝাদ

মানুষ হতেই হবে : কালাম আঝাদ

নানান ধর্মে জন্ম নিয়েছি মানুষ হবো বলে
ধর্ম আমায় মানুষ করে নাকো, কর্মেই তা ফলে
জন্ম নিয়েছি অপরের ইচ্ছায়, কর্ম নিজের তাই
সব ভেদাভেদ ভুলে গিয়ে আজ মানুষের গান গাই
হিন্দু হয়েছি, বৌদ্ধ হয়েছি, হয়েছি মুসলিম
খ্রিস্টান, ইহুদি, জৈন কিংবা আমি ধর্মহীন
বড় ধর্ম মানবতা, দাঁড়াও মানুষের পাশে
মানুষের জীবনে সুখ-দুঃখ বারবার ফিরে আসে
বদন, কর্ণ কিংবা হৃদয় মানবতার তরে
মানবধর্ম নিয়ে আমি, আসতে চাই ফিরে ফিরে
দুজন থেকেই আমরা সবাই, যাঁরাই পৃথিবীতে
একে-অপরের আত্মীয়, নইকো বিপরীতে
তবে কেনো এতো হানাহানি আর এতো বিভেদ বলো
নাও টেনে বুকে আজই তুমি ধর্ম ভেদাভেদ ভুলো
লালনের কোন জাত, আর গাছ-তরুলতা
প্রকৃতিজুড়ে আছে যা, কোন ধর্মের তা?
প্রকৃতি কোনও বিভেদ করে নাকো, বিভেদ তোমার মনে
তাইতো তুমি পারো নি হতে সবুজ, আলিঙ্গনে
ওই যে গাছ, ওই যে মাছ, ওই যে পাখি উড়ে
কোন ধর্মের কথা বলে, কোন ধর্মের সুরে?
আকাশ কি কভু ধর্ম নিয়ে বৃষ্টি-রোদ কাড়ে?
নাকি বাতাস বন্ধ হয় কোনও ধর্মের তরে?
তবে কেনো এতো ভেদাভেদ আজই এ পৃথিবীজুড়ে
মানুষ হও, মানুষ হও, মানুষ হও ওরে
মানুষের মাঝেই শান্তি পাবে, মানুষের মাঝেই মায়া
মানুষের মাঝেই ভালোবাসা, আর প্রেমময় ছায়া
আজই তোমায় ধর্ম নিয়ে ভেদাভেদ ঘোঁচাতে হবে
মানবতা মানলে তুমি, মানুষ হতেই হবে।