কুমিল্লায় নিরাপত্তা জোরদার : নতুন গ্রেপ্তার নেই

কুমিল্লায় নিরাপত্তা জোরদার : নতুন গ্রেপ্তার নেই
ডন প্রতিবেদক, কুমিল্লা : কুমিল্লা নগরের বিভিন্ন স্থানে মন্দির ও পূজামণ্ডপ ভাঙচুরের ঘটনায় নতুন করে কোনও গ্রেপ্তার নেই। তবে শুক্রবার (১৫ অক্টোবর) নগরের গুরুত্বপূর্ণ এলাকা কান্দিরপাড়, চকবাজার, টমছমব্রিজ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নগরে আজও (শুক্রবার : ১৫ অক্টোবর) বিজিবি সদস্যদের টহল দিতে দেখা গেছে। এদিকে ঘটনাস্থল পরিদর্শন করতে ঢাকা থেকে কুমিল্লায় পৌঁছেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী, গণসংহতির সমন্বয়ক জোনায়েদ সাকি। তাঁরা ঘটনাস্থল পরিদর্শন শেষে কুমিল্লা টাউন হলে সংবাদ সম্মেলন করবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। কুমিল্লার ঘটনায় গতকাল বৃহস্পতিবার (১৪ অক্টোবর) শেষ খবর পাওয়া পর্যন্ত চারটি মামলা হয়েছে। এসব মামলায় ৪২ জনকে গ্রেপ্তার করা হয়। এরমধ্যে ডিজিটাল নিরাপত্তা আইনে ফয়েজ আহমেদকে (২৮) গত বুধবার (১৩ অক্টোবর) রাতে গ্রেপ্তার করা হয়। ফয়েজের করা ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। তিনিই প্রথম উসকানি দেন বলে জানিয়েছে পুলিশ। কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল আজিম বলেন, নতুন করে কোনও গ্রেপ্তার নেই। নগরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। কোনও ধরনের অরাজকতা বরদাশত করা হবে না। পবিত্র কোরআন অবমাননার কথিত অভিযোগে বুধবার (১৩ অক্টোবর) সকালে প্রথমে হামলা হয় কুমিল্লা শহরের মধ্যস্থলের নানুয়া দীঘির পাড়ের পূজামণ্ডপে। পরে আরও মণ্ডপে হামলা হয়।