কত টাকা টোল দিয়েছিলেন প্রধানমন্ত্রী।

কত টাকা টোল দিয়েছিলেন প্রধানমন্ত্রী।

নিজস্ব সংবাদদাতা, বাঙলা কাগজ; মুন্সীগঞ্জ : প্রথম যাত্রী হিসেবে টোল দিয়ে পদ্মা সেতু পার হয়েছেন প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। শনিবার (২৫ জুন) বেলা ১২টার দিকে মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে টোল দেন তিনি।

পদ্মা সেতুর টোল কর্মী তানিয়া আফরিন বাঙলা কাগজ ও ডনকে বলেন, ১৬ হাজার ৪ শ টাকা টোল দিয়ে পদ্মা সেতু পার হয়েছেন প্রধানমন্ত্রী। এর মধ্যে তার নিজের গাড়ির জন্য ৭৫০ টাকা। আর বাকি টাকা প্রধানমন্ত্রীর গাড়িবহরে থাকা ১৮টি গাড়ির জন্য।

সেতুর কর্মকর্তারা বলছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাই প্রথম যাত্রী, যিনি টোল দিয়ে পদ্মা সেতু পার হয়েছেন।

এর আগে পরীক্ষামূলক যান চলাচলের প্রক্রিয়া ৭ দিন ধরে চলমান ছিলো। কর্তৃপক্ষ এই সময়ের মধ্যে টোল নেওয়া এবং স্লিপ দেওয়ার প্রক্রিয়াটির মহড়া দেয়।