আসুন অন্যায়ের প্রতিবাদ করি।

আসুন অন্যায়ের প্রতিবাদ করি।

কালাম আঝাদ : তীর্থ আমার পৃথিবী নয়। আর পৃথিবী ছাড়া অন্য কোথাও আমার ঠাঁইও নেই। সুতরাং এ ধরনী, মা, বঙ্গ জননী- এর সবই শুধু আমার। আমি এখানে এসেছি, জন্মেছি, থাকবো, আবার চলে যাবো। আমি বেশিদিন থাকার জন্য আসি নি হেথায়। আজ এসেছি তো, কাল চলে যাওয়ার পালা। কিন্তু এই সময়টাতেই আমাকে সব কাজ করতে হবে। করতে হবে অন্যায়ের প্রতিবাদ। আর অত্যাচারিতের জয়গান। সুতরাং থেমে থাকার সময় নয় এখন। চলতে হবে, চালাতে হবে। যেতে হবে বহুদূর। আর এই চলার মধ্যে আসবে নতুন বছর। ভুলতে হবে পুরোনো গ্লানিকে। নতুন রূপে সাজাতে হবে জয়গান। বাসতে হবে দেশকে ভালো। চাইতে হবে ভালো জনগণের। একটি প্রাণীরও কোনও ক্ষতি হতে দেওয়া যাবে না। সুন্দর, সৃষ্টিময়, অত্যানন্দ নিয়েই বেঁচে থাকতে হবে সব সময়। লেখক : সম্পাদক ও প্রকাশক, বাঙলা কাগজ ও আওয়ার ডন।