কালাম আঝাদ’র কলাম : ডিমের মূল্যবৃদ্ধির বিজ্ঞাপন বন্ধ করুন

কালাম আঝাদ’র কলাম : ডিমের মূল্যবৃদ্ধির বিজ্ঞাপন বন্ধ করুন

সম্পাদকীয় মত, বাঙলার কাগজ ও ডন : কয়েকটি গণমাধ্যমে (যেখানে ইলেকট্রনিক মিডিয়াও রয়েছে) একটি বিজ্ঞাপন চোখে পড়ছে। আর সেটি হলো : ডিমের মূল্যবৃদ্ধির ‘যৌক্তিক কারণ’। অথচ বিজ্ঞাপনটিতে যে পাঁচটি কারণ দেখানো হয়েছে, এর তিনটিরই কোনও ভিত্তি নেই।

বিজ্ঞাপনে বলা হয়েছে- ডলার রেটের ঊর্ধ্বগতি, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং মুদ্রাস্ফীতির কারণে ডিমের দাম বেড়েছে। এখানে প্রথম দুটি কারণ তো একেবারেই ধোপে টেকে না। কারণ ডিম আমদানি পণ্য নয়; তাই ডলার রেটের ঊর্ধ্বগতি এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধও তার জন্য প্রযোজ্য নয়। এক্ষেত্রে কেউ যদি মুদ্রাস্ফীতির কথাও বলেন; এর অর্থ হলো : এখন মানুষের হাতে অঢেল টাকা; যে যতো দিয়ে পারছেন, পণ্য কিনে নিচ্ছেন। কিন্তু আসলেই কি বিষয়টি তাই! অথচ বিষয়টি পুরোপুরি উল্টো। তবে এটি হতে পারে মূল্যস্ফীতি। কিন্তু মূল্যস্ফীতি ডিমের দাম বৃদ্ধিতে প্রভাব ফেলবে কেনো? অর্থাৎ পেঁয়াজের দাম বেড়ে গেছে বলে আমি ডিমের দাম বাড়িয়ে দিলাম। এটি কি কোনও যৌক্তিক কারণ হতে পারে? নিত্যপণ্যের বাজারে প্রভাব ফেলতে পারে, এ ধরনের বিজ্ঞাপন বন্ধ করুন।