অবশেষে শিক্ষার্থীদের হাফ পাস মেনে নিলেন বাস মালিকেরা। কাল থেকে কার্যকর।

ডন প্রতিবেদন : ২২ দিনের আন্দোলনের পর অবশেষে শিক্ষার্থীদের হাফ পাস মেনে নিলেন বাস মালিকেরা। এটি কার্যকর হবে আগামীকাল বুধবার (পহেলা) ডিসেম্বর থেকে। একইদিন থেকে বিআরটিসিতেও হাফ পাসের সুবিধা পাবেন শিক্ষার্থীরা। তবে বিআরটিসির ক্ষেত্রে সারাদেশে সুবিধা পেলেও বেসরকারি বাস মালিকেরা জানিয়েছেন, তাঁদের বাসে তাঁরা শুধু সুবিধা দেবেন রাজধানীর শিক্ষার্থীদের এবং এক্ষেত্রে শিক্ষার্থীরসঙ্গে পরিচয়পত্র থাকতে হবে আর ছুটির দিনে এ ভাড়া কার্যকর হবে না। আজ মঙ্গলবার (৩০ নভেম্বর) সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ এ ঘোষণা দেন। রাজধানীর কারওয়ান বাজারে একটি ভবনে সংবাদ সম্মেলনে কথা বলেন খন্দকার এনায়েত উল্যাহ। তিনি বলেন, ছুটির দিনে এই অর্ধেক ভাড়া কার্যকর হবে না। এ ছাড়া ঢাকার বাইরেও এ সিদ্ধান্ত কার্যকর হবে না। খন্দকার এনায়েত উল্লাহ বলেন, যেসব শিক্ষার্থী বাসে উঠে অর্ধেক ভাড়া দেবেন, তাঁদের কাছে নিজ নিজ প্রতিষ্ঠানের আইডি কার্ড থাকতে হবে। সকাল সাতটা থেকে রাত আটটা পর্যন্ত শিক্ষার্থীরা অর্ধেক ভাড়া দিতে পারবেন। এর আগে শিক্ষার্থীদের জন্য হাফ পাস চালু করে বিআরটিসি (বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট করপোরেশন)। হাফ পাসের জন্য গত ৮ নভেম্বর থেকে আন্দোলন চালিয়ে আসছেন শিক্ষার্থীরা।