বঙ্গবন্ধু টি-২০ তে নিউজিল্যান্ডের বিপক্ষেও বাংলাদেশের সিরিজ জয়

বঙ্গবন্ধু টি-২০ তে নিউজিল্যান্ডের বিপক্ষেও বাংলাদেশের সিরিজ জয়
ডন প্রতিবেদন : একেই বলে জয়। সিরিজ জয়। পরপর ৩ দেশের বিপক্ষেই টি-২০ তে সিরিজ জিতলো বাংলাদেশ। এক্ষেত্রে প্রথমে জিম্বাবুয়ে, তারপর অস্ট্রেলিয়া এবং আজ (৮ সেপ্টেম্বর) জিতলো নিউজিল্যান্ডের বিপক্ষে। যদিও ৫ ম্যাচের সিরিজের প্রথম দুটি জেতার পর তৃতীয়টিও জেতার আশা ছিলো বাংলাদেশের। তবে ওই ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ৫২ রানে হারে বাংলাদেশ। আর ওই হারের শোধ হলো আজ। বাংলাদেশ জিতলো ৬ উইকেটে এবং ৫ বল হাতে রেখেই। ফলে সিরিজ হলো বাংলাদেশের। প্রথমে ব্যাট করতে নেমে ১৯ ওভার ৩ বলেই মাত্র ৯৩ রান করে অলআউট হয়ে যায় নিউজিল্যান্ড। দলটির পক্ষে ৪৮ বলে ৪৬ রান করতে সমর্থ হন উইল ইয়ং। এ ছাড়া টম ল্যাথাম ২৬ বলে ২১ রান এবং ফিল অ্যালেন করেন ৮ বলে ১২ রান। আর নাসুম আহমেদ এবং মুস্তাফিজুর রহমান প্রত্যেকে পান ৪টি করে উইকেট। এক্ষেত্রে ৪ ওভারে মাত্র ১০ রান দেন নাসুম আহমেদ এবং মুস্তাফিজুর রহমান দেন ১২ রান ৩ ওভার ৩ বলে। বাদবাকি ২টি উইকেটেরমধ্যে মেহেদী হাসান এবং সাইফউদ্দিন প্রত্যেকে পান ১টি করে। ব্যাটিংয়ে বাংলাদেশের ছিলো অম্ল-মধুর অবস্থা। সবশেষে শেষ ওভারে বাংলাদেশের প্রয়োজন হয় ২ রান। কিন্তু ওই ওভারের প্রথম বলেই চার মেরে দেশকে জিতিয়ে দিলেন মাহমুদউল্লাহ। সবমিলিয়ে তিনি করেন ৪৮ বলে ৪৩ রান। আর নাইম ২৯, সাকিব ৮ এবং আফিফ ৬ রান। আর নিউজিল্যান্ডের এজাজ পেটেল পান ২ উইকেট এবং কোল ম্যাককনচি পান ১টি। খেলার কিছু লাইভ আপডেট জেনে নিই : মুস্তাফিজের জোড়া আঘাত, ৯৩ রানে থামল নিউজিল্যান্ড : ক্রিজে এসেছিলেন তৃতীয় ওভারে। আরেকটা বড় বিপর্যয়ের হাত থেকে নিউজিল্যান্ডের ইনিংস আগলে রেখেছিলেন তিনিই। শেষ ওভারে এসে ফিফটির আগেই ফিরতে হলো উইল ইয়াংকে। মুস্তাফিজুর রহমানের বলে কাভারে মাহমুদউল্লাহর হাতে ধরা পড়েছেন তিনি ৪৮ বলে ৪৬ রান করে। ঠিক পরের বলে ব্লেয়ার টিকনারকে ক্যাচ বানিয়ে কিউইদের ইনিংস শেষ করেছেন মুস্তাফিজ। নিউজিল্যান্ড থেমেছে ৯৩ রানেই। ফিরেই আঘাত সাইফউদ্দিনের : চোট পেয়ে উঠে গিয়েছিলেন। মাঠে ফিরলেন, বোলিংয়ে এলেন। সাইফউদ্দিন পেয়ে গেলেন দিনে নিজের প্রথম উইকেটও। তাঁর ইয়র্কারের কোনও জবাব ছিল না এজাজ প্যাটেলের কাছে। উইল ইয়াংকে অন্য প্রান্তে রেখে ফিরলেন আরেকজন কিউই ব্যাটসম্যান, ইনিংসে ৭ বল বাকি থাকতে নিউজিল্যান্ড হারাল ৮ম উইকেট। রান ৯১। অপেক্ষা বাড়ালেন সাকিব : টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেটেরে রেকর্ডে লাসিথ মালিঙ্গাকে ছুঁতে এ ম্যাচে সাকিবের প্রয়োজন ছিল একটি উইকেট। প্রথম দুই দুটি করে উইকেট নিয়ে মালিঙ্গার সঙ্গে ব্যবধান এক-এ নামিয়ে এনেছিলেন সাকিব। তবে তৃতীয় ম্যাচে উইকেট পাননি কোনো, ফলে থেমেছিলেন থেমেছিলেন ১০৬ উইকেট নিয়েই। আজ দ্বিতীয় ওভারে প্রথমবারের মতো বোলিংয়ে আসেন, তবে দেন ১০ রান। নিজের দ্বিতীয় ওভারে ১ রান দিলেও উইকেট পাননি কোনো। পরের দুই ওভারেও উইকেটশূন্য থেকেছেন সাকিব। সব মিলিয়ে ৪ ওভারে ২৫ রান দিয়েছেন তিনি। মালিঙ্গাকে ছোঁয়ার অপেক্ষাটা তাই আরেকটু বেড়েছে তাঁর। মুস্তাফিজের আরেকটি : নাঈমকে দেখে হয়তো অনুপ্রাণিত হলেন মুস্তাফিজ নিজেও! : কোল ম্যাকনকি খেলেছিলেন চেক শট, সেভাবে টাইমিং-ও হয় নি। এবার নিজের বলে নিজেই বাঁ দিকে ঝাঁপিয়ে মুস্তাফিজ নিয়েছেন অসাধারণ এক ক্যাচ। ৩ বল খেলে কোনো রান না করেই ফিরে গেলেন ম্যাকনকি, ৭৪ রানে ৭ম উইকেট হারাল নিউজিল্যান্ড। মুস্তাফিজ এক ওভারে নিলেন ২ উইকেট। মুস্তাফিজের উইকেট, নাঈমেরও : একটু আগে মুস্তাফিজের স্পাইক থেকে ঘাস সরিয়ে দিলেন মোহাম্মদ নাঈম। পরের বলে বলতে গেলে এনে দিলেন একটা উইকেটও! মুস্তাফিজ কাটার করেছেন আবারও, সোজা ব্যাটে তুলে মেরেছিলেন টম ব্লান্ডেল। তবে মিড-অনে বাঁ দিকে ঝাঁপিয়ে বেশ ভালো ক্যাচ নিয়েছেন নাঈম। ৭২ রানে নিউজিল্যান্ড হারিয়েছে ৬ষ্ঠ উইকেট, ব্লান্ডেল ফিরেছেন ১০ বলে ৪ রান করে, মুস্তাফিজ পেয়েছেন নিজের প্রথম উইকেট। চোট পেয়ে উঠে গেলেন সাইফউদ্দিন : একটু থিতু হয়েছেন উইল ইয়াং, মোহাম্মদ সাইফউদ্দিনকে ক্রিজ ছেড়ে বেড়িয়ে আসা মারা চারে সেটা স্পষ্ট হলো আরও। ১৪তম ওভারে নিউজিল্যান্ড তুলেছে ৮ রান। ওভারের শেষ বলে স্ট্রেইট ড্রাইভ খেলেছিলেন ইয়াং, সেটা ধরতে গিয়ে আঙুলে চোট পেয়েছেন সাইফউদ্দিন। ফিজিওর সঙ্গে এরপর উঠে গেছেন তিনি। যে কীর্তিতে অপুর পরই নাসুম : নাজমুল ইসলাম অপুর পর দ্বিতীয় বাংলাদেশি বোলার হিসেবে একটি টি–টোয়েন্টি দুটি মেডেন নিলেন নাসুম। ৪ ওভারে ২ মেডেন নিয়ে ১০ রানে ৪ উইকেট নিলেন তিনি। এর চেয়ে কম রান দিয়ে ৪ উইকেট পেয়েছেন শুধু সাকিব আল হাসান। এক নাসুমেই কাঁপছে নিউজিল্যান্ড : ১২তম ওভারে টানা দুই বলে ২ উইকেট নিয়ে কোনো রান দেননি নাসুম। এর মধ্য দিয়ে ডাবল উইকেট মেডেন নিয়ে ওভারটি শেষ করলেন তিনি। নিউজিল্যান্ড ১২ ওভার শেষে ৫ উইকেটে ৫২। টানা দুই বলে দুই উইকেট নাসুমের : আগের বলে নিকোলসকে আউট করেন নাসুম। তাঁর পরের বলে উইকেটকিপার নুরুলকে ক্যাচ দিয়ে ফিরলেন কলিন ডি গ্র্যান্ডহোম। ১২তম ওভারে দ্বিতীয় ও তৃতীয় বলে উইকেট নিয়ে এখন হ্যাটট্রিকের সামনে নাসুম। নাসুমের দুর্দান্ত ডেলিভারি! : বলটা একটু ঝুলিয়ে ছেড়েছিলেন নাসুম। বাতাসে বেশিক্ষণ ভেসে থাকায় বলটা বেশ বাঁক নেবে বোঝাই যাচ্ছিল। কিন্তু হেনরি নিকোলস হয়তো কল্পনাও করেননি এতটা বাঁক নেবে! উইথ দ্য স্পিন খেলতে গিয়েও ব্যাটে পাননি! বলটা অফ স্টাম্পের বাইরে পিচ করে আঘাত হাতে লেগ স্টাম্পে! মেহেদীকে উইকেট দিলেন ল্যাথাম : মেহেদীকে এগিয়ে এসে খেলার কোনো দরকারই ছিল না কিউই অধিনায়ক টম ল্যাথামের। ক্রিজে দাঁড়িয়ে থেকেই রান পাচ্ছিলেন। ধৈর্য হারিয়ে ১১তম ওভারে মেহেদীকে এগিয়ে খেলতে গিয়ে স্টাম্পিংয়ের শিকার হন ল্যাথাম। ১ চারে ২৬ বলে ২১ রানে আউট হলেন তিনি। ১০ ওভারে ৪৬/২ : আগেরদিন হেনরি নিকোলস ও টম ব্লান্ডেল ৬ষ্ঠ উইকেটে গড়েছিলেন বড় একটা জুটি। আজ দ্রুত ২ উইকেট হারানোর পর কিউইদের পুনর্গঠনের কাজটা করছেন উইল ইয়াং ও টম ল্যাথাম। প্রথম ১০ ওভারে ২ উইকেট হারিয়ে ৪৬ রান তুলেছে নিউজিল্যান্ড। রান তোলার চেষ্টায় ল্যাথাম-ইয়াং : সপ্তম ওভারে মেহেদীকে একটু চড়াও হয়ে খেলার চেষ্টা করেন ল্যাথাম–ইয়াং। একটি চারও আদায় করে নেন ল্যাথাম। ওই ওভারে এসেছে ৮ রান। সাইফউদ্দিনকেও পরের ওভারে চড়াও হয়ে খেলতে গিয়ে আরেকটু হলে উইকেট দিয়ে বসতেন ল্যাথাম। এই ওভারে এসেছে ৫ রান। ৮ ওভার শেষে ২ উইকেটে ৩৫ রান তুলেছে নিউজিল্যান্ড। পাওয়ার প্লে–র পরীক্ষায় উত্তীর্ণ বোলাররা : ৬ ওভার শেষে ২ উইকেটে ২২ রান তুলেছে নিউজিল্যান্ড। পাওয়ার প্লে–তে কিউই ব্যাটসম্যানদের আটকে রাখার পাশাপাশি উইকেটও তুলে নিয়েছেন বাংলাদেশের স্পিনার নাসুম। সাকিব ও মেহেদীও নিয়ন্ত্রিত লাইন–লেংথে বল করেছেন। বাড়তি বাউন্স পাচ্ছেন সাকিব : ইনিংসের চতুর্থ ওভারে নতুন বলে বাড়তি বাউন্স পেলেন সাকিব। এই ওভারে তিনি মাত্র ১ রান দেন। ৪ ওভার শেষে নিউজিল্যান্ড ২ উইকেটে ১৭। উইকেটে টম ল্যাথাম ও উইল ইয়াং। অ্যালেনের ‘আত্মহত্যা’ : আগের ওভারে রিভার্স সুইপে ছক্কা পেয়েছিলেন ফিন অ্যালেন। লোভটা পরের ওভারে সামলাতে পারেননি কিউই ওপেনার। নাসুমকে রিভার্স সুইপ করতে গিয়ে পয়েন্টে ক্যাচ দিয়ে আউট হন অ্যালেন। ৮ বলে ১২ রান করে আউট হলেন তিনি। ৩ ওভার শেষে ২ উইকেটে ১৬ রান তুলেছে নিউজিল্যান্ড। ২টি উইকেটই নাসুমের। রিভার্স সুইপে ছক্কা! : সাকিবের করা দ্বিতীয় ওভারের পঞ্চম বলে রিভার্স সুইপে ছক্কা মারেন ওপেনার ফিন অ্যালেন। ২ ওভার শেষে ১ উইকেটে ১০ রান তুলেছে নিউজিল্যান্ড। আউট! : নিউজিল্যান্ডের ইনিংসে বোলিং শুরু করেন স্পিনার নাসুম আহমেদ। চতুর্থ বলেই রচিন রবীন্দ্রকে (৫ বলে ০) ক্যাচে পরিণত করেন তিনি। ক্যাচটি নেন সাইফউদ্দিন। নিউজিল্যান্ড রানের খাতা খোলার আগেই উইকেট হারাল। প্রথম ওভারে নিউজিল্যান্ড ১ উইকেট হারালেও কোনো রান তুলতে পারে নি। নিউজিল্যান্ড দলে দুই পরিবর্তন : জ্যাকব ডাফি এবং স্কট কুগেলিনের জায়গায় নিউজিল্যান্ড দলে ফিরেছেন হামিশ বেনেট ও ব্লেয়ার টিকনার। নিউজিল্যান্ড দল : রচিন রবীন্দ্র, ফিন অ্যালেন, উইল ইয়াং, টম ল্যাথাম (অধিনায়ক ও উইকেটকিপার ), কলিন ডি গ্র্যান্ডহোম, হেনরি নিকোলস, টম ব্লান্ডেল, কোল ম্যাকোনকি, এজাজ প্যাটেল, ব্লেয়ার টিকনার ও হামিশ বেনেট। বাংলাদেশ দলে কোনো পরিবর্তন নেই : তৃতীয় ম্যাচের একাদশই খেলাবে বাংলাদেশ। এ ম্যাচে দলে তাই কোনো পরিবর্তন আনা হয়নি। বাংলাদেশ দল : মোহাম্মদ নাঈম, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ (অধিনায়ক), নুরুল হাসান (উইকেটকিপার), আফিফ হোসেন, মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ। টস! : টস হেরে আগে ফিল্ডিং করবেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ। টস জিতেছেন নিউজিল্যান্ড অধিনায়ক টম ল্যাথাম। আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। প্লেয়ার অব দ্য ম্যাচ : আজকের খেলায় প্লেয়ার অব দ্য ম্যাচ হন নাসুম আহমেদ।