অতিরিক্ত সচিব হলেন ৮৯ কর্মকর্তা

অতিরিক্ত সচিব হলেন ৮৯ কর্মকর্তা
ডন প্রতিবেদন : জনপ্রশাসনের ৮৯ জন যুগ্মসচিবকে পদোন্নতি দিয়ে অতিরিক্ত সচিব করেছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয় মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) দুটি আলাদা প্রজ্ঞাপনে এসব পদোন্নতির আদেশ জারি করে। এর একটি আদেশে ৮৭ জন কর্মকর্তাকে অতিরিক্ত সচিব হিসেবে পদোন্নতি দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করা হয়েছে। পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের যোগদানপত্র ই-মেইলের মাধ্যমে পাঠাতে হবে। PAD Circular (07.09.2021) (2) PAD Circular (07.09.2021) (1) আরেক প্রজ্ঞাপনে সৌদি আরবে বাংলাদেশ দূতাবাস এবং জার্মানি দূতাবাসে কর্মরত দুই কর্মকর্তাকে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, বর্তমানে অতিরিক্ত সচিবের স্থায়ি পদ আছে ১১১টি। নতুন করে পদোন্নতির পর জনপ্রশাসনে অতিরিক্ত সচিবের সংখ্যা দাঁড়ালো ৫০৫ জনে।