‘অচলাবস্থা’ শেষে বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু আজ।
ডন সংবাদদাতা, বেনাপোল : একটানা দুই দিন বন্ধ থাকার পর আজ সোমবার (৭ মার্চ) সকাল থেকে যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে। গতকাল রবিবার সারাদিন বেনাপোল কাস্টম হাউস ও পেট্রাপোলে বিএসএফের সভাকক্ষে দুই দফায় বৈঠক শেষে এ সিদ্ধান্ত নেওয়া হয়। রপ্তানি সুবিধার পণ্যের চালানেরমধ্যে অবৈধ পণ্য পাওয়ার অভিযোগে দুই সিঅ্যান্ডএফ এজেন্টের লাইসেন্স বাতিলের প্রতিবাদে ও কর্মচারীদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবিতে গতকাল শনিবার সকাল থেকে আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ করে দেয় বন্দর ব্যবহারকারী বিভিন্ন সংগঠন। দুই দিন ধরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকার পর শনিবার দুপুরে বেনাপোল কাস্টমস হাউসে বন্দর ব্যবহারকারী বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদের উপস্থিতিতে বৈঠক হয়। বৈঠক শেষে বিকেলে ভারতের পেট্রাপোল বন্দরে বিএসএফের সভাকক্ষে আবার বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে বেনাপোল ও পেট্রাপোল স্থলবন্দর ব্যবহারকারীদের বিভিন্ন সংগঠন, বন্দর কর্তৃপক্ষ, কাস্টমস ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বৈঠকে সভাপতিত্ব করেন বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান। বৈঠকের বিষয়ে জানতে চাইলে বেনাপোল বন্দরের উপ-পরিচালক মামুন কবীর তরফদার বাঙলা কাগজ ও ডনকে বলেন, বৈঠকে সিদ্ধান্ত হয়েছে বৈধ পণ্যের আড়ালে যাতে অবৈধ পণ্য বেনাপোল ও পেট্রাপোল বন্দরের মধ্যে ঢুকতে না পারে, সে বিষয়ে উভয় দেশের বন্দর ব্যবহারকারীরা সজাগ থাকবেন। একইসঙ্গে দুই বন্দরের কাস্টমস ও বন্দরের প্রতিনিধিরা তল্লাশি কার্যক্রম অব্যাহত রাখবেন। ‘এ ছাড়া বেনাপোল বন্দর থানায় যে মামলা হয়েছে, সেটা আইনি প্রক্রিয়ায় সমাধান হবে, এই শর্তে সোমবার সকাল থেকে দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম সচল হবে।’ বন্দর সূত্রে জানা গেছে, গত বুধবার (২ মার্চ) ভারত থেকে রপ্তানি সুবিধার আওতায় আমদানি করা ডেনিম ফেব্রিকসের ট্রাক থেকে মাদকসহ অবৈধ পণ্য উদ্ধার করেন শুল্ক কর্মকর্তারা। ডেনিম ফেব্রিকসের আমদানিকারক ঢাকার অনন্ত ডেনিম টেকনোলজি লিমিটেড ও ফ্যাশন ফোরাম লিমিটেড নামের দুটি প্রতিষ্ঠান। এ ঘটনায় একইদিন বেনাপোলের শিমুল ট্রেডিং এজেন্সি ও আইডিএস গ্রুপ নামে দুটি সিঅ্যান্ডএফ এজেন্টের লাইসেন্স সাময়িক বাতিল করে বেনাপোল কাস্টমস কর্তৃপক্ষ। পাশাপাশি ওই সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠানগুলোর কর্মচারীদের নামেও মামলা করা হয় বেনাপোল বন্দর থানায়। এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের আটক না করে সিঅ্যান্ডএফ এজেন্টের লাইসেন্স সাময়িক বাতিল ও কর্মচারীদের নামে হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবিতে গত বৃহস্পতিবার সকালে বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশন, সিঅ্যান্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশন, ট্রান্সপোর্ট মালিক সমিতির এক যৌথ সভায় বন্দরের সব কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।