৪ দিন পর বিএনপির কেন্দ্রীয় কার্যালয় খুলে দিলো পুলিশ

৪ দিন পর বিএনপির কেন্দ্রীয় কার্যালয় খুলে দিলো পুলিশ

নিজস্ব প্রতিবেদন, বাঙলার কাগজ ও ডন : চার দিন পর রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় খুলে দিয়েছে পুলিশ। এখন থেকে কার্যালয়ে দলীয় কার্যক্রম চালাতে প্রশাসনের পক্ষ থেকে আর কোনো বাধা-নিষেধ নেই বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হায়াতুল ইসলাম খান।

ডিএমপির অনুমতি পেয়ে রোববার (১১ ডিসেম্বর) দুপুর ১টা ২০ মিনিটে কার্যালয়ে প্রবেশ করেন দলটির নেতাকর্মীরা। এর আগে সকাল ১১টার পর নয়াপল্টনের দুই পাশের রাস্তার ব্যারিকেড তুলে নেয় পুলিশ। শুরু হয় যান চলাচল। 

জানা গেছে, কার্যালয় খোলার পর একে একে ভেতরে প্রবেশ করেন বিএনপির সাংগঠনিক ও ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ ইমরান সালেহ প্রিন্স, সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, নির্বাহী সদস্য সাত্তার পাটোয়ারীসহ নেতাকর্মীরা।

এ দিকে দলীয় কার্যালয় খুলে দেওয়ার সংবাদে সকাল থেকেই নয়াপল্টনে ভিড় জমান নেতাকর্মীরা।

এর আগে সকালে ঢাকা মহানগর পুলিশের মতিঝিল বিভাগের ডিসি হায়াতুল ইসলাম জানিয়েছেন, বিএনপির কর্মীরা নয়াপল্টনের কেন্দ্রীয় অফিসে আসতে পারবেন। পুলিশের পক্ষ থেকে কোনও বাধা-নিষেধ নেই। এজন্য তাঁদের সহযোগিতা করা হবে। 

পরে বিকেলে বিএনপির কার্যালয় তালাবদ্ধ অবস্থায় পাওয়া গেছে।

গত বুধবার (৭ ডিসেম্বর) নয়াপল্টনে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ব্যাপক সংঘর্ষ হয়। এতে স্বেচ্ছাসেবক দলের মকবুল হোসেন নামে মিরপুরের এক স্থানীয় নেতা নিহত হন। পুলিশসহ আহত হয়েছেন অর্ধশতাধিক।

সংঘর্ষের পর বিএনপি কার্যালয়ের ভেতরে অভিযান চালায় পুলিশ। কার্যালয় থেকে ১৫টি বোমা উদ্ধারের পর তা নিষ্ক্রিয় করার কথা জানিয়েছে পুলিশ। সংর্ঘর্ষের সময় বিএনপির ৪ শতাধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়। পরে গ্রেপ্তার হন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।