২২ ফেব্রুয়ারি থেকে প্রাথমিক বাদে সকল শিক্ষাপ্রতিষ্ঠান খোলা।

২২ ফেব্রুয়ারি থেকে প্রাথমিক বাদে সকল শিক্ষাপ্রতিষ্ঠান খোলা।
ডন প্রতিবেদন : ২২ ফেব্রুয়ারি থেকে প্রাথমিক বাদে সকল পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান খোলা। তবে যাঁরা দুই ডোজ টিকা নিয়েছেন, তাঁরাই কেবল সশরীরে হাজির হয়ে ক্লাস করতে পারবেন। এক্ষেত্রে সংশ্লিষ্ট সময়েরমধ্যে সকলেই দ্বিতীয় ডোজও পেয়ে যাবেন। বিষয়গুলো জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে তিনি সচিবালয়ে সাংবাদিকদের এসব তথ্য দেন। শিক্ষামন্ত্রী জানান, আমরা আশা করছি, ১০ দিন বা সর্বোচ্চ ২ সপ্তাহ পর প্রাথমিকও খুলে দিতে পারবো। ‘কারণ তখন সংক্রমণ আরও কমে যাবে।’ ‘এ ছাড়া প্রাথমিকের শিক্ষার্থীদের টিকা দেওয়ার ব্যাপারেও সকল তথ্য-উপাত্ত সংগ্রহ করা হচ্ছে।’ শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, বিশ্ববিদ্যালয় পর্যায়েও ২২ ফেব্রুয়ারি থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা। তবে ক্লাসের সময়সূচি বা অন্যান্য বিষয় ঠিক করবে সংশ্লিষ্ট সকল বিশ্ববিদ্যালয়।