ডন প্রতিবেদন : আজ ২১ মার্চ। আজকের দিনটি গ্রেগরীয় বর্ষপঞ্জি অনুসারে বছরের ৮০তম দিন।
এ হিসাবে, বছর শেষ হতে আরও ২৮৫ দিন বাকি রয়েছে।
আজকের দিনে টুইটার প্রতিষ্ঠিত হয়।
ঘটনাবলি :
১১৮৮ : জাপান সম্রাট আঙ্কুটুর সিংহাসনে আরোহণ করেন।
১৪১৩ : পঞ্চম হেনরি ইংল্যান্ডের রাজা হিসেবে অভিষিক্ত হন।
১৬১০ : রাজা প্রথম জেমস হাউস অব কমন্সে বক্তব্য দেন।
১৭৯১ : ব্রিটিশ সৈন্যরা টিপু সুলতানের কাছ থেকে ব্যাঙ্গালোর দখল করে নেয়।
১৮০১ : আলেকজান্দ্রিয়ার যুদ্ধে জেনারেল এবারক্রম্বির নেতৃত্বে ব্রিটিশ বাহিনী ফরাসিদের পরাজিত করে।
১৮২৯ : স্পেনে ভূমিকম্পে ৬ হাজার লোক নিহত হন।
১৮৩৬ : কলকাতায় প্রথম গ্রন্থাগার (ক্যালকাটা পাবলিক লাইব্রেরি) স্থাপিত হয়।
১৮৫৭ : টোকিওতে ভূমিকম্পে ১ লাখ ৭ হাজার মানুষের মৃত্যু হয়।
১৯১৭ : বিপ্লবী বাহিনীর হাতে রাশিয়ার জার সস্ত্রীক গ্রেপ্তার হন।
১৯১৯ : সোভিয়েত প্রজাতন্ত্র ঘোষণা করে।
১৯৪৮ : রেসকোর্স ময়দানে অনুষ্ঠিত জনসভায় পাকিস্তানের গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্নাহ ঘোষণা দেন যে, উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। উপস্থিত জনতা না, না বলে তার উক্তির প্রতিবাদ জানান।
১৯৬৫ : মার্টিন লুথার কিং নাগরিক অধিকার মার্চ শুরু করেন।
১৯৭২ : বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় লেসোথো।
১৯৭৪ : বাংলাদেশকে স্বীকৃতি দেয় কঙ্গো প্রজাতন্ত্র।
১৯৭৫ : ইথিওপিয়ায় সামরিক সরকার কর্তৃক রাজকীয় সম্রাটের পদ বিলোপ করা হয়।
১৯৭৭ : পার্লামেন্ট নির্বাচনে নিজ আসনে পরাজিত হওয়ায় ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী পদত্যাগ করেন।
১৯৮৫ : বাংলাদেশে গণভোট হয়।
১৯৯০ : দক্ষিণ আফ্রিকার কাছ থেকে নামিবিয়া স্বাধীনতা লাভ করে।
১৯৯১ : কুয়েতি তেলকুপের ধোঁয়ায় সৌদি বিমান বিধ্বস্ত হয়। ৯৮ জন নিহত হন।
২০০২ : বাংলাদেশের জাতীয় সংসদে বঙ্গবন্ধুর ছবি অপসারণ বিল পাস হয়।
২০০৬ : টুইটার প্রতিষ্ঠিত হয় ৷
জন্ম :
১৬০৯ : দ্বিতীয় কাজিমিয়ের্জ, পোল্যান্ডের রাজা জন্মগ্রহণ করেন।
১৬৮৫ : জোহান সেবাস্টিয়ান বাখ, জার্মান সুরকার জন্মগ্রহণ করেন।
১৭৬৮ : জোসেফ ফুরিয়ে, প্রখ্যাত ফরাসি গণিতবিদ জন্মগ্রহণ করেন।
১৮৬১ : শ্রীশচন্দ্র বসু প্রখ্যাত ভারতীয় বহুভাষাবিদ ও পণ্ডিত ব্যক্তিত্ব জন্মগ্রহণ করেন। (মৃত্যু : ২৩/০৬/১৯১৮ খ্রিস্টাব্দ)
১৮৮৪ : জর্জ ডেভিড বার্কফ, মার্কিন গণিতবিদ জন্মগ্রহণ করেন।
১৮৮৭ : মানবেন্দ্র নাথ রায়, ভারতের কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা জন্মগ্রহণ করেন। (মৃত্যু : ১৯৫৪ খ্রিস্টাব্দ)
১৯১৬ : ওস্তাদ বিসমিল্লাহ খান সাহেব, ভারতীয় সানাই বাদক জন্মগ্রহণ করেন।
১৯৪৯ : শ্লাভোস্ জিজেক, স্লোভেনীয় সমাজতাত্ত্বিক, দার্শনিক এবং সংস্কৃতি সমালোচক জন্মগ্রহণ করেন।
১৯৫৫ : বব বেন্নেট আমেরিকান গায়ক ও গীতিকার জন্মগ্রহণ করেন।
১৯৬১ : লোথার ম্যাথেয়াস, প্রসিদ্ধ জার্মান ফুটবল খেলোয়াড় জন্মগ্রহণ করেন।
১৯৭৮ : রাণী মুখার্জী, ভারতীয় অভিনেত্রী জন্মগ্রহণ করেন।
১৯৮৫ : আশেক ইলাহী চৌধুরী আইমন, আর্ট শিল্পী জন্মগ্রহণ করেন।
মৃত্যু :
১৬৭৬ : হেনরি সভ্যাল, ফরাসি ইতিহাসবিদ।
২০০৩ : অসিতকুমার বন্দ্যোপাধ্যায়, অধ্যাপক, বাংলা সাহিত্যের ইতিহাসবিদ, গবেষক ও পশ্চিমবঙ্গ বাংলা আকাডেমির ভূতপূর্ব সভাপতি। (জন্ম : ০৩/০৬/১৯২০ খ্রিস্টাব্দ)
দিবস :
আন্তর্জাতিক জাতি বৈষম্য বিলোপ দিবস।
বিশ্ব কবিতা দিবস।
বিশ্ব ডাউন সিনড্রোম দিবস।
বিশ্ব পুতুলনাট্য দিবস।
বিশ্ব বন দিবস।
সুগন্ধ দিবস।